০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিটিয়ে হত্যার ইনসাফ চাই, দাবিতে অনড় শোকস্তব্ধ ৩ মুসলিম পরিবার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার
  • / 70

পুবের কলম, ওয়েবডেস্কঃ তিন মুসলিম যুবক বিল্লাল মিয়া (২৭)– জায়েদ হুসেন (২৮) ও সাইফুল ইসলাম (২১)-কে ত্রিপুরার খোয়াই জেলায় নৃশংসভাবে পিটিয়ে খুন করে উগ্র ধর্মান্ধ হিন্দুত্ববাদীরা। ২০ জুন এই নৃশংস ঘটনাটি ঘটে। গরু চোর গুজব ছড়িয়ে তাদের হত্যা করা হয়েছিল। নিহতরা প্রত্যেকেই ত্রিপুরার সিপাহীজালা জেলার সুনামুরা গ্রামের বাসিন্দা। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ‘জামাত-ই-ইসলামি হিন্দ’– ‘স্টুডেন্টস ইসলামিক অর্গ্যানাইজেশন’ এসআইও)-র প্রতিনিধিরা। নিহতদের পরিবার তাঁদের সাফ জানিয়েছেন তাঁরা ন্যায় চান। অপরাধীদের কঠোরতম শাস্তি চান। 

আরও পড়ুন: ন্যায়বিচারের নামে তামাশা বন্ধ করুন: আইপিএস আত্মহত্যায় কেন্দ্র-রাজ্যকে নিশানা রাহুলের

সাইফুল ইসলামের বাবা তাজির ইসলাম বলেন, আমার ছেলে চোর নয়। ও আগরতলায় যাচ্ছিল, ‘ওর এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। চেন্নাইতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। ঈদের একদিন আগে বাড়ি এসেছিল।’ ছেলে হারানোর যন্ত্রণায় কাতর সাইফুলের মা বলেন, আমি আমার ছেলের জন্য ন্যায় চাই। নিষ্ঠুরভাবে আমার ছেলেকে ওরা খুন করেছে। ওরা আমার সবকিছু কেড়ে নিয়েছে।’স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী। মাত্র ৫ মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

আরও পড়ুন: SSC-র পর বড় ধাক্কা সঞ্জীব খন্নার, সাত বিচারপতিকে বদলির সুপারিশ

এদিকে  নিহত জায়েদ হুসেনের বাবা আবদুল হকের অভিযোগ, কী কারণে তাঁর ছেলেকে মেরে ফেলা হয়েছে তা জানানো হয়নি তাঁদের। অনেক পরে তাঁরা নৃশংস এই ঘটনার কথা জানতে পারেন। জায়েদের স্ত্রী রিমা আখতারকে (২১) আবার ফোনে জানানো হয়েছিল– তাঁর স্বামী গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে। রিমার কথায় অনেক পরে আমরা জানতে পারি, চোর সন্দেহে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে একদল দুষ্কৃতী’

আরও পড়ুন: জামার বোতাম খোলা রাখার অপরাধে ৬ মাসের কারাদণ্ড আইনজীবীর

উল্লেখ্য, জায়েদ-রিমার ৫ বছরের সন্তান রয়েছে ইরফান হুসেন। ছেলেরû ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন রিমা। জায়েদ পেশায় ট্রাকচালক।

অন্যদিকে, স্বামী বিল্লালকে হারিয়ে অথৈ জলে পড়েছে স্ত্রী লিপি বেগম (২৪) ও ২ বছরের ছেলে উসমান হুসেন। বিল্লাল মিয়ার পরিবারের দাবি, তাঁরা ন্যায় বিচার চান। ত্রিপুরার দুই বিরোধী দল সিপিএম ও কংগ্রেস এই লিঞ্চিংয়ের তীব্র নিন্দা করেছে। কংগ্রেসের তরফে বিভিন্ন জায়গায় বিক্ষোভও প্রদর্শন করা হয়।     

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিটিয়ে হত্যার ইনসাফ চাই, দাবিতে অনড় শোকস্তব্ধ ৩ মুসলিম পরিবার

আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ তিন মুসলিম যুবক বিল্লাল মিয়া (২৭)– জায়েদ হুসেন (২৮) ও সাইফুল ইসলাম (২১)-কে ত্রিপুরার খোয়াই জেলায় নৃশংসভাবে পিটিয়ে খুন করে উগ্র ধর্মান্ধ হিন্দুত্ববাদীরা। ২০ জুন এই নৃশংস ঘটনাটি ঘটে। গরু চোর গুজব ছড়িয়ে তাদের হত্যা করা হয়েছিল। নিহতরা প্রত্যেকেই ত্রিপুরার সিপাহীজালা জেলার সুনামুরা গ্রামের বাসিন্দা। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ‘জামাত-ই-ইসলামি হিন্দ’– ‘স্টুডেন্টস ইসলামিক অর্গ্যানাইজেশন’ এসআইও)-র প্রতিনিধিরা। নিহতদের পরিবার তাঁদের সাফ জানিয়েছেন তাঁরা ন্যায় চান। অপরাধীদের কঠোরতম শাস্তি চান। 

আরও পড়ুন: ন্যায়বিচারের নামে তামাশা বন্ধ করুন: আইপিএস আত্মহত্যায় কেন্দ্র-রাজ্যকে নিশানা রাহুলের

সাইফুল ইসলামের বাবা তাজির ইসলাম বলেন, আমার ছেলে চোর নয়। ও আগরতলায় যাচ্ছিল, ‘ওর এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। চেন্নাইতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। ঈদের একদিন আগে বাড়ি এসেছিল।’ ছেলে হারানোর যন্ত্রণায় কাতর সাইফুলের মা বলেন, আমি আমার ছেলের জন্য ন্যায় চাই। নিষ্ঠুরভাবে আমার ছেলেকে ওরা খুন করেছে। ওরা আমার সবকিছু কেড়ে নিয়েছে।’স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী। মাত্র ৫ মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

আরও পড়ুন: SSC-র পর বড় ধাক্কা সঞ্জীব খন্নার, সাত বিচারপতিকে বদলির সুপারিশ

এদিকে  নিহত জায়েদ হুসেনের বাবা আবদুল হকের অভিযোগ, কী কারণে তাঁর ছেলেকে মেরে ফেলা হয়েছে তা জানানো হয়নি তাঁদের। অনেক পরে তাঁরা নৃশংস এই ঘটনার কথা জানতে পারেন। জায়েদের স্ত্রী রিমা আখতারকে (২১) আবার ফোনে জানানো হয়েছিল– তাঁর স্বামী গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে। রিমার কথায় অনেক পরে আমরা জানতে পারি, চোর সন্দেহে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে একদল দুষ্কৃতী’

আরও পড়ুন: জামার বোতাম খোলা রাখার অপরাধে ৬ মাসের কারাদণ্ড আইনজীবীর

উল্লেখ্য, জায়েদ-রিমার ৫ বছরের সন্তান রয়েছে ইরফান হুসেন। ছেলেরû ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন রিমা। জায়েদ পেশায় ট্রাকচালক।

অন্যদিকে, স্বামী বিল্লালকে হারিয়ে অথৈ জলে পড়েছে স্ত্রী লিপি বেগম (২৪) ও ২ বছরের ছেলে উসমান হুসেন। বিল্লাল মিয়ার পরিবারের দাবি, তাঁরা ন্যায় বিচার চান। ত্রিপুরার দুই বিরোধী দল সিপিএম ও কংগ্রেস এই লিঞ্চিংয়ের তীব্র নিন্দা করেছে। কংগ্রেসের তরফে বিভিন্ন জায়গায় বিক্ষোভও প্রদর্শন করা হয়।