২৮ তালিবানি সহ বিস্ফোরণে নিহত ১০৩, ফের হামলার আশঙ্কায় বন্ধ করা হল কাবুলের বিমান বন্দর

- আপডেট : ২৭ অগাস্ট ২০২১, শুক্রবার
- / 28
পুবের কলম, ওয়েবডেস্কঃ আশঙ্কাকে সত্যি করে বৃহস্পতিবার ভয়ঙ্কর আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে কাবুল বিমান বন্দরের বাইরে। এবার ফের হামলার আশঙ্কায় বন্ধ হল বিমানবন্দরের রাস্তা। এদিকে ক্রমশই বেড়ে চলেছে হতা-হতের সংখ্যা। কমপক্ষে ২৮ তালিবানি সহ বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০৩।
বৃহস্পতিবার পর পর পাঁচটি বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণটি হয় হামিদ কারজাই বিমান বন্দরে অ্যাবি গেটের সামনে। দ্বিতীয় বিস্ফোরণ হয় বিমানবন্দরের কাছে ব্যারন হোটেলে সামনে। পরে স্থানীয় সংবাদমাধ্যমগুলির সূত্রে জানা যায়, মোট পাঁচটি বিস্ফোরণ হয়েছে কাবুল বিমানবন্দরের আশেপাশের এলাকা জুড়ে। শুক্রবার রয়টার্সকে তালিবানের তরফে জানানো হয়, বৃহস্পতিবারের বিস্ফোরণে তাদের কমপক্ষে ২৮ জন সদস্য প্রাণ হারিয়েছে। মার্কিন সূত্রেও জানা গিয়েছে, লাগাতার বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন সেনা প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন ১৮ জন।
উল্লেখ্য, বিস্ফোরণের আঁচ আগেই পেয়েছিল গোয়েন্দা বাহিনী। আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার তরফে সতর্কতা জারি করা হয়। কিন্তু দেশ ছেড়ে আসার জন্য বিমানবন্দরের আশেপাশে ভিড় জমিয়েছিল মানুষজন। তারা এই হামলার শিকার হন।
ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবারের কাবুল বিমানবন্দরে বাইরে একের পর এক যে বিস্ফোরণ হয়, তাতে কমপক্ষে ৯০ জন আফগানবাসীর মৃত্যু হয়েছে। আহত দেড়শোরও বেশি মানুষ। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে বহু মানুষ।
তবে কাবুল স্বাস্থ্যমন্ত্রকের তরফে সকালে জানানো হয় ৭২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তালিবানের তরফেও জানানো হয়েছে, তাদের ২৮ জন সদস্যের প্রাণহানি হয়েছে।