১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কালীঘাট স্পোর্টস‌‌‌ লাভার্স অ্যাসোসিয়েশনের জার্সি উন্মোচন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ জুলাই ২০২৩, রবিবার
  • / 27

পারিজাত মোল্লা:  কালীঘাট স্পোর্টস্ লাভার্স অ্যাসোসিয়েশন – এর জার্সি উন্মোচিত হলো। ২২ জুলাই শনিবার, দক্ষিণ চব্বিশ পরগণার কামালগাজির নেতাজি সুভাষ স্পোর্টস্ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই জার্সি উন্মোচন করা হয়। সেই সঙ্গে সংস্থার একটি ওয়েবসাইটের সূচনা হয়।

অনুষ্ঠানে কালীঘাট স্পোর্টস্ লাভার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার কার্তিক (বাবুন) ব্যানার্জী বলেন, তাঁর দল যাতে সুপার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে।

আরও পড়ুন: ২১-এর আবেগকে সঙ্গে নিয়ে তৃণমূল সুপ্রিমোর বাড়ি দেখতে ভিড় কালীঘাটে

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসি বেগম, আই এফ এ সভাপতি অনির্বাণ দত্ত, রাজপুর- সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ড. পল্লব দাস, রাজপুর – সোনারপুর পৌরসভার সি আই সি নজরুল আলি মন্ডল, AIFA ম্যাচ কমিশনার সুদেষ্ণা মুখার্জী প্রমুখ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০২৪ সালেই চালু হবে কালীঘাটের ‘স্কাই ওয়াক’

 

আরও পড়ুন: ভাইফোঁটায় কালীঘাটে মুকুল, পঞ্চায়েত ভোটের আগে কি ফের ময়দানে! জল্পনা



                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কালীঘাট স্পোর্টস‌‌‌ লাভার্স অ্যাসোসিয়েশনের জার্সি উন্মোচন

আপডেট : ২৩ জুলাই ২০২৩, রবিবার

পারিজাত মোল্লা:  কালীঘাট স্পোর্টস্ লাভার্স অ্যাসোসিয়েশন – এর জার্সি উন্মোচিত হলো। ২২ জুলাই শনিবার, দক্ষিণ চব্বিশ পরগণার কামালগাজির নেতাজি সুভাষ স্পোর্টস্ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই জার্সি উন্মোচন করা হয়। সেই সঙ্গে সংস্থার একটি ওয়েবসাইটের সূচনা হয়।

অনুষ্ঠানে কালীঘাট স্পোর্টস্ লাভার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার কার্তিক (বাবুন) ব্যানার্জী বলেন, তাঁর দল যাতে সুপার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে।

আরও পড়ুন: ২১-এর আবেগকে সঙ্গে নিয়ে তৃণমূল সুপ্রিমোর বাড়ি দেখতে ভিড় কালীঘাটে

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসি বেগম, আই এফ এ সভাপতি অনির্বাণ দত্ত, রাজপুর- সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ড. পল্লব দাস, রাজপুর – সোনারপুর পৌরসভার সি আই সি নজরুল আলি মন্ডল, AIFA ম্যাচ কমিশনার সুদেষ্ণা মুখার্জী প্রমুখ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০২৪ সালেই চালু হবে কালীঘাটের ‘স্কাই ওয়াক’

 

আরও পড়ুন: ভাইফোঁটায় কালীঘাটে মুকুল, পঞ্চায়েত ভোটের আগে কি ফের ময়দানে! জল্পনা