গম্ভীর নন, ইংল্যান্ডে যশস্বীদের কোচ কানিতকর

- আপডেট : ১৭ মে ২০২৫, শনিবার
- / 148
পুবের কলম, ওয়েবডেস্ক: আইপিএল শেষ হওয়ার পরে ভারতীয় রিকেট দল যাবে ইংল্যান্ড সফরে। তার আগে ভারতীয় ‘এ’ দল যাবে ইংল্যান্ডে। সেখানে অভিমন্যু ঈশ্বরণ-এর নেতৃত্বে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে। ম্যাচ দু’টি হবে কেন্টবেরি এবং নর্দাম্পটনে। ভারতের এই দলের সঙ্গে অবশ্য ইংল্যান্ডে যাচ্ছেন না হেড কোচ গৌতম গম্ভীর। তাঁর জায়গায় অভিমন্যু ঈশ্বরণদের সঙ্গে কোচ হিসেবে ইংল্যান্ডে যাবেন দেশের প্রাক্তন ক্রিকেটার হৃষিকেশ কানিতকর। ভারতীয় ‘এ’ দলের ইংল্যান্ড সফর শুরু হবে ৩০ মে থেকে। প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটে ৮ হাজারেরও বেশি রান রয়েছে কানিতকরের। এ ছাড়া কোচিং স্টাফ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছেন তাঁর।
ইংল্যান্ড সফরে ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ঈশান কিশানরাও।
নির্বাচিত ভারতীয় ‘এ’ দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড, সরফরাজ খান, তুষার দেশপাণ্ডে, হর্ষ দুবে, নীতিশ কুমার রেড্ডি, শার্দূল ঠাকুর, ঈশান কিশান, মানব সুতার, তনুশ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, অংশুল কম্বোজ এবং খলিল আহমেদ।