২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে জয়ী কপিল সিব্বাল

আবুল খায়ের
  • আপডেট : ১৭ মে ২০২৪, শুক্রবার
  • / 25

পুবের কলম, ওয়েব ডেস্কঃ সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) নির্বাচন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এই নির্বাচনে
সভাপতি পদে জয়ী হয়েছেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল। সিব্বাল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্ষীয়ান আইনজীবী প্রদীপ রাইকে প্রায় ৩৭৭ ভোটে পরাস্ত করেন। মোট ২৪০০ জন ভোটারের মধ্যে সিব্বালের পক্ষে ভোট দেন ১০৬৬ এবং রাইয়ের পক্ষে ভোট পড়ে ৬৮৯। বিদায়ী সভাপতি ডঃ আদিশ সি আগরওয়ালা ভোট পান ২৯৬।(শেষ পাওয়া খবর পর্যন্ত এই পরিসংখ্যান। যা চূড়ান্ত বলে ঘোষিত হয় নি)।  এই নির্বাচনে অংশগ্রহণকারী অনান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন প্রিয়া হিঙ্গোরানি, ত্রিপুরারি রায়, নীরজ শ্রীবাস্তব।
প্রসঙ্গত, ৯ মে ছিল এই নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল ১২ মে। এসসিবিএ’র নির্বাচনে মহিলাদের জন্য নুন্যতম এক তৃতীয়াংশ সংরক্ষণ কার্যকর করার যে নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট দিয়েছিল এবারই তা কার্যকর হল।
সিব্বাল এই নিয়ে চতুর্থবার এসসিবিএ’র সভাপতি পদে নির্বাচিত হলেন। এই নির্বাচনে রচনা শ্রীবাস্তব সহসভাপতি পদে এবং বিক্রান্ত যাদব সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শেষ ২৩ বছর আগে এই পদে দায়িত্ব পালন করেছেন হার্ভার্ড ল স্কুল থেকে স্নাতক সিব্বাল। ১৯৯৫-৯৬, ১৯৯৭-৯৮, এবং ২০০১ সালের নির্বাচনে সিব্বল জয়ী হয়ে সভাপতি ছিলেন। অতীতে ১৯৮৯-৯০ সালে ভারতের সলিসিটর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন কপিল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে জয়ী কপিল সিব্বাল

আপডেট : ১৭ মে ২০২৪, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) নির্বাচন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এই নির্বাচনে
সভাপতি পদে জয়ী হয়েছেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল। সিব্বাল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্ষীয়ান আইনজীবী প্রদীপ রাইকে প্রায় ৩৭৭ ভোটে পরাস্ত করেন। মোট ২৪০০ জন ভোটারের মধ্যে সিব্বালের পক্ষে ভোট দেন ১০৬৬ এবং রাইয়ের পক্ষে ভোট পড়ে ৬৮৯। বিদায়ী সভাপতি ডঃ আদিশ সি আগরওয়ালা ভোট পান ২৯৬।(শেষ পাওয়া খবর পর্যন্ত এই পরিসংখ্যান। যা চূড়ান্ত বলে ঘোষিত হয় নি)।  এই নির্বাচনে অংশগ্রহণকারী অনান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন প্রিয়া হিঙ্গোরানি, ত্রিপুরারি রায়, নীরজ শ্রীবাস্তব।
প্রসঙ্গত, ৯ মে ছিল এই নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল ১২ মে। এসসিবিএ’র নির্বাচনে মহিলাদের জন্য নুন্যতম এক তৃতীয়াংশ সংরক্ষণ কার্যকর করার যে নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট দিয়েছিল এবারই তা কার্যকর হল।
সিব্বাল এই নিয়ে চতুর্থবার এসসিবিএ’র সভাপতি পদে নির্বাচিত হলেন। এই নির্বাচনে রচনা শ্রীবাস্তব সহসভাপতি পদে এবং বিক্রান্ত যাদব সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শেষ ২৩ বছর আগে এই পদে দায়িত্ব পালন করেছেন হার্ভার্ড ল স্কুল থেকে স্নাতক সিব্বাল। ১৯৯৫-৯৬, ১৯৯৭-৯৮, এবং ২০০১ সালের নির্বাচনে সিব্বল জয়ী হয়ে সভাপতি ছিলেন। অতীতে ১৯৮৯-৯০ সালে ভারতের সলিসিটর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন কপিল।