১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কর্নাটকে এস ডি পি আই সভাপতির হোটেল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল

পুবের কলম প্রতিবেদক: শনিবার সকালে কর্নাটকের উদুপি সিটি মিউনিসিপ্যাল কাউন্সিলের কর্মীরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (এসডিপিআই) সভাপতির একটি হোটেল ভবন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে । এস ডি পি আই জেলা সভাপতি নাসির আহমেদ এবং তার ভাই বশির আহমেদের মালিকানাধীন হোটেল ‘জারা ফ্যামিলি রেস্তোরাঁ’ জামিয়া মসজিদের কাছে অবস্থিত । ২০১৮ সালে, উদুপি পৌরসভা হোটেলটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। তবে আদালতে ভেঙে ফেলার আদেশে স্থগিতাদেশ পেয়েছেন মালিকরা। নাজির আহমেদ বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের হোটেল ভেঙে ফেলা হচ্ছে। আমরা হিজাব ইস্যুতে সাম্প্রতিক কর্ণাটক বন্ধকে সমর্থন করেছিলাম এবং হিজাব আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে একটি বিবৃতি দিয়েছিলাম বলেই আমাদের হোটেল ভেঙে দেওয়া হচ্ছে। আমি সিএমসিতে অনুমতির জন্য আবেদন করেছিলাম কিন্তু কোন অনুমতি পাইনি। ভবন ভাঙার বিষয়টি যখন আলোচিত হচ্ছিল তখন আমি আদালতে গিয়েছিলাম। মামলাটি এখনও আদালতে বিচারাধীন। এরকম আরও অনেক ভবন আছে যেগুলো পৌরসভার নিয়ম লঙ্ঘন করছে কিন্তু তারা শুধু আমাদের টার্গেট করেছে। তবে সিএমসি কমিশনার উদয় শেঠি রাজনৈতিক প্রতিহিংসার দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমরা পদ্ধতি অনুযায়ী কাঠামো ভেঙে দিয়েছি। এটি একটি অননুমোদিত বিল্ডিং যা ২০১৮ সালে নির্মিত হয়েছিল। পরবর্তীকালে, পৌরসভা তাদের কাঠামোটি সরানোর জন্য একটি নোটিশ জারি করে। তারা দেওয়ানি আদালতে গিয়ে স্থগিতাদেশ পান। আমরা অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলার ব্যবস্থা নিয়েছি।
শনিবার, অনেক সিএমসি কর্মী হোটেল ভবন ভেঙে গুঁড়িয়ে দিতে উপস্থিত ছিলেন । নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে টাউন থানার উপ-পরিদর্শক প্রমোদ কুমার এবং উদুপির ডেপুটি পুলিশ সুপার সুধাকর এস নায়েকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

 

আরও পড়ুন: চারপাশে আগুন-দরজা বন্ধ হওয়ার ফলে কেউ নামতে পারেননি: কর্নাটক বাস দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী

আরও পড়ুন: গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্নাটকে এস ডি পি আই সভাপতির হোটেল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল

আপডেট : ২৭ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক: শনিবার সকালে কর্নাটকের উদুপি সিটি মিউনিসিপ্যাল কাউন্সিলের কর্মীরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (এসডিপিআই) সভাপতির একটি হোটেল ভবন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে । এস ডি পি আই জেলা সভাপতি নাসির আহমেদ এবং তার ভাই বশির আহমেদের মালিকানাধীন হোটেল ‘জারা ফ্যামিলি রেস্তোরাঁ’ জামিয়া মসজিদের কাছে অবস্থিত । ২০১৮ সালে, উদুপি পৌরসভা হোটেলটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। তবে আদালতে ভেঙে ফেলার আদেশে স্থগিতাদেশ পেয়েছেন মালিকরা। নাজির আহমেদ বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের হোটেল ভেঙে ফেলা হচ্ছে। আমরা হিজাব ইস্যুতে সাম্প্রতিক কর্ণাটক বন্ধকে সমর্থন করেছিলাম এবং হিজাব আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে একটি বিবৃতি দিয়েছিলাম বলেই আমাদের হোটেল ভেঙে দেওয়া হচ্ছে। আমি সিএমসিতে অনুমতির জন্য আবেদন করেছিলাম কিন্তু কোন অনুমতি পাইনি। ভবন ভাঙার বিষয়টি যখন আলোচিত হচ্ছিল তখন আমি আদালতে গিয়েছিলাম। মামলাটি এখনও আদালতে বিচারাধীন। এরকম আরও অনেক ভবন আছে যেগুলো পৌরসভার নিয়ম লঙ্ঘন করছে কিন্তু তারা শুধু আমাদের টার্গেট করেছে। তবে সিএমসি কমিশনার উদয় শেঠি রাজনৈতিক প্রতিহিংসার দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমরা পদ্ধতি অনুযায়ী কাঠামো ভেঙে দিয়েছি। এটি একটি অননুমোদিত বিল্ডিং যা ২০১৮ সালে নির্মিত হয়েছিল। পরবর্তীকালে, পৌরসভা তাদের কাঠামোটি সরানোর জন্য একটি নোটিশ জারি করে। তারা দেওয়ানি আদালতে গিয়ে স্থগিতাদেশ পান। আমরা অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলার ব্যবস্থা নিয়েছি।
শনিবার, অনেক সিএমসি কর্মী হোটেল ভবন ভেঙে গুঁড়িয়ে দিতে উপস্থিত ছিলেন । নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে টাউন থানার উপ-পরিদর্শক প্রমোদ কুমার এবং উদুপির ডেপুটি পুলিশ সুপার সুধাকর এস নায়েকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

 

আরও পড়ুন: চারপাশে আগুন-দরজা বন্ধ হওয়ার ফলে কেউ নামতে পারেননি: কর্নাটক বাস দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী

আরও পড়ুন: গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি