পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুতে মর্মান্তিক পদপিষ্ট দুর্ঘটনার কয়েক মাস পর তামিলগা ভেট্রি কাঝাগম (টিভিকে) প্রধান ও অভিনেতা বিজয় সোমবার সিবিআই–এর দফতরে হাজির হলেন। তিনি চেন্নাই থেকে একটি ব্যক্তিগত বিমানে দিল্লি পৌঁছন।
ঘটনাটির তদন্তের অংশ হিসেবে সিবিআই টিভিকে প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছরের ২৭ সেপ্টেম্বর করুরের ভেলুচমিপুরমে টিভিকে–র নির্বাচনী সভায় পদপিষ্ট হয়ে অন্তত ৪১ জন প্রাণ হারান, আহত হন আরও ১০০-র বেশি মানুষ। রাজনৈতিক সভায় বিপুল জনসমাগম হওয়ায় ব্যাপক ভিড়ের চাপে নিয়ন্ত্রণের অভাব তৈরি হয়। অভিযোগ, পর্যাপ্ত জননিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পদপিষ্টের ঘটনা ঘটে এবং বহু মানুষের মৃত্যু ও জখম হয়।





























