০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ফেরাতে হবে চাকরির টাকা, সিদ্ধান্ত কলেজ পরিচালন সমিতির

Kasba: গণধর্ষণ কাণ্ডে চাকরি খোয়াল মূল অভিযুক্ত ‘এমএম’

ইমামা খাতুন
  • আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার
  • / 35

পুবের কলম,ওয়েবডেস্ক: Kasba গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। শুধু তাই নয়, ক্ষোভের মহল ছাত্র-সমাজে। চারিদিকে মিটিং-মিছিল, বিক্ষোভের আবহ। এই পরিস্থিতিতে অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে বহিষ্কার করা হল কলেজের Kasba চাকরি থেকে। পাশাপাশি বার কাউন্সিলের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। এই আবহে অভিযুক্ত আরও দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদকে কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ পরিচালন সমিতির।

জানা গেছে, সংশ্লিষ্ট বিষয়ে মঙ্গলবার কলেজের পরিচালন সমিতির বৈঠক বসে। সেখানে হাজির ছিলেন সমিতির সভাপতি তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব এবং কলেজের অধ্যক্ষা নয়না চট্টোপাধ্যায়।তাঁদের নেতৃত্বে উক্ত বৈঠকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেখানেই অভিযুক্তদের বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ হয়।

আলোচিত সিদ্ধান্ত গুলোর পাশাপাশি কলেজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে। তবে আসন্ন পরীক্ষার কথা মাথায় রেখে কলজেরে অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়ারা সেখানে পরীক্ষা সংক্রান্ত ফর্ম ফিলাপ থেকে যাবতীয় কাজ করতে পারবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে কলেজ খোলা হবে বলা জানানো হয়। এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছেন কলেজের সকলে। ঘটনার পর এদিন প্রথম বার বৈঠকে বসে কলেজের পরিচালনা সমিতি। কলেজ পরিচালন সমিতি সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষাকর্মীর চাকরি বাবদ যে পরিমাণ অর্থ মূল অভিযুক্ত নিয়েছেন, তা কলেজকে ফিরিয়ে দিতে হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালে কলেজের অস্থায়ী শিক্ষাকর্মী হিসেবে চাকরি পেয়েছিল মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। তারপর দফায় দফায় মেয়াদ বৃদ্ধি হয়েছিল সেই চাকরির। তবে তার বিরুদ্ধে আগাভগেই একাধিক অভিযোগ ছিল। স্থানীয় পুলিশকেও সেই বিষয়ে জানানো হয়। পুলিশকে। কিন্তু তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আর সে চাকরিতে যোগদান করার পর থেকেই কলেজে থ্রেট কালচার শুরু হয়েছিল বলেওন অভিযোগ। কলজের অন্দর থেকেই সেই অভিযোগ আসে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফেরাতে হবে চাকরির টাকা, সিদ্ধান্ত কলেজ পরিচালন সমিতির

Kasba: গণধর্ষণ কাণ্ডে চাকরি খোয়াল মূল অভিযুক্ত ‘এমএম’

আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: Kasba গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। শুধু তাই নয়, ক্ষোভের মহল ছাত্র-সমাজে। চারিদিকে মিটিং-মিছিল, বিক্ষোভের আবহ। এই পরিস্থিতিতে অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে বহিষ্কার করা হল কলেজের Kasba চাকরি থেকে। পাশাপাশি বার কাউন্সিলের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। এই আবহে অভিযুক্ত আরও দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদকে কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ পরিচালন সমিতির।

জানা গেছে, সংশ্লিষ্ট বিষয়ে মঙ্গলবার কলেজের পরিচালন সমিতির বৈঠক বসে। সেখানে হাজির ছিলেন সমিতির সভাপতি তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব এবং কলেজের অধ্যক্ষা নয়না চট্টোপাধ্যায়।তাঁদের নেতৃত্বে উক্ত বৈঠকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেখানেই অভিযুক্তদের বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ হয়।

আলোচিত সিদ্ধান্ত গুলোর পাশাপাশি কলেজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে। তবে আসন্ন পরীক্ষার কথা মাথায় রেখে কলজেরে অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়ারা সেখানে পরীক্ষা সংক্রান্ত ফর্ম ফিলাপ থেকে যাবতীয় কাজ করতে পারবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে কলেজ খোলা হবে বলা জানানো হয়। এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছেন কলেজের সকলে। ঘটনার পর এদিন প্রথম বার বৈঠকে বসে কলেজের পরিচালনা সমিতি। কলেজ পরিচালন সমিতি সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষাকর্মীর চাকরি বাবদ যে পরিমাণ অর্থ মূল অভিযুক্ত নিয়েছেন, তা কলেজকে ফিরিয়ে দিতে হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালে কলেজের অস্থায়ী শিক্ষাকর্মী হিসেবে চাকরি পেয়েছিল মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। তারপর দফায় দফায় মেয়াদ বৃদ্ধি হয়েছিল সেই চাকরির। তবে তার বিরুদ্ধে আগাভগেই একাধিক অভিযোগ ছিল। স্থানীয় পুলিশকেও সেই বিষয়ে জানানো হয়। পুলিশকে। কিন্তু তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আর সে চাকরিতে যোগদান করার পর থেকেই কলেজে থ্রেট কালচার শুরু হয়েছিল বলেওন অভিযোগ। কলজের অন্দর থেকেই সেই অভিযোগ আসে।