০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীর ভালোবাসা চেয়েছিল, পেল ‘বিজেপির বুলডোজার’: রাহুল গান্ধি

ইমামা খাতুন
  • আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 181

পুবের কলম ওয়েবডেস্ক: সারা দেশে, বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বুলডোজার হানা এক সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর  শিকার হচ্ছেন মূলত মুসলিম বাসিন্দারা। নানা অজুহাতে তাদের উপর এই  জুলুম নেমে আসছে। অসম-মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশ ছাড়াও কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে অবৈধ বসতি উচ্ছেদের নাম করে নির্বিচারে বুলডোজার চালানো হচ্ছে। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরিদের বাড়িঘর, দোকানপাট। রবিবার এ নিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেন, জম্মু-কাশ্মীর কর্মসংস্থান, ব্যবসা ও ভালোবাসা চেয়েছিল। তার পরিবর্তে তারা পাচ্ছে ‘বিজেপির বুলডোজার’। এর আগেও তিনি ভারত জোড়ো যাত্রার সময় কাশ্মীরের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলেছিলেন। সেই সময় লালচকে তেরঙ্গা উত্তোলন করে কাশ্মীরের মানুষকে কাছে টানার বার্তা দেন কংগ্রেস সাংসদ। তিনি এও জানিয়েছিলেন, কাশ্মীরের রাজ্য মর্যাদা ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা কংগ্রেসের ‘টপ প্রায়োরিটি’। সেই মন্তব্যের ধারাবাহিকতার সূত্রটি ধরেই এদিন ফের কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাহুল।

জম্মু-কাশ্মীর প্রশাসনের দাবি তারা সরকারি জমিই উদ্ধার করছে। তবে রাহুল এর বিরুদ্ধে স্পষ্ট জানিয়েছেন, বহু বছর ধরে যে জমিকে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সন্তানের মতো লালনপালন করে চলেছে, সেই জমি থেকেই তাদের উচ্ছেদ করা হচ্ছে। তাদের কাছ থেকে জমি ছিনিয়ে নেওয়া নিচ্ছে বিজেপি প্রশাসন। এভাবে মানুষকে ভাগ করে শান্তি আসবে না। শান্তি ও ‘কাশ্মীরিয়াত’ সুরক্ষিত থাকবে একতার মাধ্যমেই।

আরও পড়ুন: মার্কিন ভিসা ফি বৃদ্ধি, মোদি নীরব কেন: রাহুল

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ লাগাতে চান রাহুল , বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত’র

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাশ্মীর ভালোবাসা চেয়েছিল, পেল ‘বিজেপির বুলডোজার’: রাহুল গান্ধি

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: সারা দেশে, বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বুলডোজার হানা এক সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর  শিকার হচ্ছেন মূলত মুসলিম বাসিন্দারা। নানা অজুহাতে তাদের উপর এই  জুলুম নেমে আসছে। অসম-মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশ ছাড়াও কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে অবৈধ বসতি উচ্ছেদের নাম করে নির্বিচারে বুলডোজার চালানো হচ্ছে। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরিদের বাড়িঘর, দোকানপাট। রবিবার এ নিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেন, জম্মু-কাশ্মীর কর্মসংস্থান, ব্যবসা ও ভালোবাসা চেয়েছিল। তার পরিবর্তে তারা পাচ্ছে ‘বিজেপির বুলডোজার’। এর আগেও তিনি ভারত জোড়ো যাত্রার সময় কাশ্মীরের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলেছিলেন। সেই সময় লালচকে তেরঙ্গা উত্তোলন করে কাশ্মীরের মানুষকে কাছে টানার বার্তা দেন কংগ্রেস সাংসদ। তিনি এও জানিয়েছিলেন, কাশ্মীরের রাজ্য মর্যাদা ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা কংগ্রেসের ‘টপ প্রায়োরিটি’। সেই মন্তব্যের ধারাবাহিকতার সূত্রটি ধরেই এদিন ফের কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাহুল।

জম্মু-কাশ্মীর প্রশাসনের দাবি তারা সরকারি জমিই উদ্ধার করছে। তবে রাহুল এর বিরুদ্ধে স্পষ্ট জানিয়েছেন, বহু বছর ধরে যে জমিকে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সন্তানের মতো লালনপালন করে চলেছে, সেই জমি থেকেই তাদের উচ্ছেদ করা হচ্ছে। তাদের কাছ থেকে জমি ছিনিয়ে নেওয়া নিচ্ছে বিজেপি প্রশাসন। এভাবে মানুষকে ভাগ করে শান্তি আসবে না। শান্তি ও ‘কাশ্মীরিয়াত’ সুরক্ষিত থাকবে একতার মাধ্যমেই।

আরও পড়ুন: মার্কিন ভিসা ফি বৃদ্ধি, মোদি নীরব কেন: রাহুল

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ লাগাতে চান রাহুল , বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত’র