০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল কেজরি সরকার, নির্দেশ না মানলে ৫০০ টাকা জরিমানা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্ক: নতুন করে করোনা আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠছে রাজধানীতে। ইতিমধ্যেই দিল্লিতে করোনা সংক্রমণ তিন হাজার ছাড়িয়ে গেছে। ফলে উদ্বিগ্ন কেজরি সরকার। এই সংক্রমণ রুখতে এবার ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল প্রশাসন। এমনকি মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

তবে প্রশাসনের পক্ষ জানানো হয়েছে, যাঁরা কোনও প্রাইভেট গাড়িতে দলবদ্ধ ভাবে যাতায়াত করছেন, তাঁদের ক্ষেত্রে এই জরিমানা কার্যকর করা হবে না।

দক্ষিণ দিল্লির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অফিসের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, রাস্তায় বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করা হবে। তবে ব্যক্তিগত চারচাকা গাড়িতে কেউ সফর করলে, তিনি মাস্ক না পরলেও চলবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৪.৫৮ শতাংশ। অ্যাকটিভ কেস। ১ লক্ষ ২৫ হাজার ৭।

অগাস্টের প্রথম ১০ দিনে সেই আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ। সরকারি পরিসংখ্যানেই এই তথ্য প্রকাশিত হয়েছে। অগাস্ট মাসের শেষ ১০ দিনে যতজন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে,  তাঁর সংখ্যাটা শেষ ১৮০ দিনের তুলনায় অনেকটাই বেশি। দিল্লিতে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছে গিয়েছে ২৬ হাজার ৩৫১। ২১ জানুয়ারির পর থেকে ক্রমশই করোনা সংক্রমণ বাড়তে থাকে। কেরল, তামিলনাড়ু, কর্নাটক, মুম্বইতে বাড়ছে সংক্রমণ।

 

আরও পড়ুন: Big Breaking: গ্রেফতার অনুব্রত মণ্ডল

তবে বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত আতঙ্কের কিছু নেই। যারা মারা গেছেন, তাদের সকলের কো-মর্বিডিটি ছিল।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল কেজরি সরকার, নির্দেশ না মানলে ৫০০ টাকা জরিমানা

আপডেট : ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: নতুন করে করোনা আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠছে রাজধানীতে। ইতিমধ্যেই দিল্লিতে করোনা সংক্রমণ তিন হাজার ছাড়িয়ে গেছে। ফলে উদ্বিগ্ন কেজরি সরকার। এই সংক্রমণ রুখতে এবার ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল প্রশাসন। এমনকি মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

তবে প্রশাসনের পক্ষ জানানো হয়েছে, যাঁরা কোনও প্রাইভেট গাড়িতে দলবদ্ধ ভাবে যাতায়াত করছেন, তাঁদের ক্ষেত্রে এই জরিমানা কার্যকর করা হবে না।

দক্ষিণ দিল্লির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অফিসের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, রাস্তায় বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করা হবে। তবে ব্যক্তিগত চারচাকা গাড়িতে কেউ সফর করলে, তিনি মাস্ক না পরলেও চলবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৪.৫৮ শতাংশ। অ্যাকটিভ কেস। ১ লক্ষ ২৫ হাজার ৭।

অগাস্টের প্রথম ১০ দিনে সেই আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ। সরকারি পরিসংখ্যানেই এই তথ্য প্রকাশিত হয়েছে। অগাস্ট মাসের শেষ ১০ দিনে যতজন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে,  তাঁর সংখ্যাটা শেষ ১৮০ দিনের তুলনায় অনেকটাই বেশি। দিল্লিতে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছে গিয়েছে ২৬ হাজার ৩৫১। ২১ জানুয়ারির পর থেকে ক্রমশই করোনা সংক্রমণ বাড়তে থাকে। কেরল, তামিলনাড়ু, কর্নাটক, মুম্বইতে বাড়ছে সংক্রমণ।

 

আরও পড়ুন: Big Breaking: গ্রেফতার অনুব্রত মণ্ডল

তবে বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত আতঙ্কের কিছু নেই। যারা মারা গেছেন, তাদের সকলের কো-মর্বিডিটি ছিল।