০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ২ বছরে ২০ জন কে খুন, একাধিক ভাষায় দক্ষ, জেনে নিন মুক্তি পেতে চলা সিরিয়াল কিলার চার্লস শোভারাজের অজানা কথা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 29

 

পুবের কলম ওয়েবডেস্ক: জেল থেকে মুক্তি পেতে চলেছেন কুখ্যাত সিরিয়াল কিলার চার্লস শোভারাজ। ফরাসি এই নাগরিকের চরিত্র কে কেন্দ্র করে একটা সময় বহু , গল্প ,উপন্যাস লেখা হয়েছে এমনকি মুভিও বানানো হয়েছে। প্রায় ১৯ বছর পর নেপালের জেল থেকে মুক্তি পাচ্ছেন শোভরাজ। জেল থেকে মুক্তি পাওয়ার ১৫ দিনের মধ্যে চার্লসকে নেপাল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

শোভরাজ শুধু সিরিয়াল কিলার ছিলো তাই নয়, তাকে বিকিনি এবং সার্পেন্ট কিলারও বলা হয়ে থাকে। একাধিক ভাষায় অনর্গল কথা বলে যেতে সক্ষম শোভরাজ। এছাড়াও ছদ্মবেশ ধারণেও চার্লসের জুড়ি মেলাভার।

আরও পড়ুন: দিল্লির নাবালিকার ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ

অপরাধ জগতে ‘বিকিনি কিলার’ এবং ‘সার্পেন্ট’ নামেও পরিচিত ছিল শোভরাজ। যে মহিলাদের সে খুন করেছে, তাদের প্রত্যেকেরই দেহ বিকিনি পরা অবস্থায় পাওয়া গিয়েছে। সেই কারণেই তাকে ‘বিকিনি কিলার’ বলা হয়। পাশাপাশি, হাজারো ফিকিরে গ্রেফতারি এড়ানোর কারণেই তাকে ‘সার্পেন্ট’ও বলা হয়। পর্যটকদের হত্যার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ বারবার উঠেছে।
ভারতেও ২১ বছর কারাবাস ভোগ করেছে এই কুখ্যাত আন্তর্জাতিক অপরাধী। তিহার জেল থেকে ২২ দিন কারাবাসের মাথায় কারারক্ষীকে জন্মদিনের মিষ্টি খাইয়ে অজ্ঞান করে চম্পট দেয় চার্লস।

আরও পড়ুন: ব্রেকিং: ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ, গ্রেফতার অসাংবিধানিক

চার্লসের শিকাররা বেশিরভাগই ছিলেন ইউরোপের পর্যটক। তারা এশিয়ায় ঘুরতে এসেই শোভরাজের খপ্পরে পড়েন। মহিলাদের মাদক খাওয়ানো আর তারপর তাঁকে হত্যাই শোভরাজের খুনের পদ্ধতি হিসেবে বারবার দেখা গিয়েছে। ১৯৭২ থেকে ১৯৭৬ সালের মধ্যে শোভরাজের বিরুদ্ধে প্রায় ২০ জন মহিলাকে খুনের অভিযোগ উঠেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাত্র ২ বছরে ২০ জন কে খুন, একাধিক ভাষায় দক্ষ, জেনে নিন মুক্তি পেতে চলা সিরিয়াল কিলার চার্লস শোভারাজের অজানা কথা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: জেল থেকে মুক্তি পেতে চলেছেন কুখ্যাত সিরিয়াল কিলার চার্লস শোভারাজ। ফরাসি এই নাগরিকের চরিত্র কে কেন্দ্র করে একটা সময় বহু , গল্প ,উপন্যাস লেখা হয়েছে এমনকি মুভিও বানানো হয়েছে। প্রায় ১৯ বছর পর নেপালের জেল থেকে মুক্তি পাচ্ছেন শোভরাজ। জেল থেকে মুক্তি পাওয়ার ১৫ দিনের মধ্যে চার্লসকে নেপাল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

শোভরাজ শুধু সিরিয়াল কিলার ছিলো তাই নয়, তাকে বিকিনি এবং সার্পেন্ট কিলারও বলা হয়ে থাকে। একাধিক ভাষায় অনর্গল কথা বলে যেতে সক্ষম শোভরাজ। এছাড়াও ছদ্মবেশ ধারণেও চার্লসের জুড়ি মেলাভার।

আরও পড়ুন: দিল্লির নাবালিকার ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ

অপরাধ জগতে ‘বিকিনি কিলার’ এবং ‘সার্পেন্ট’ নামেও পরিচিত ছিল শোভরাজ। যে মহিলাদের সে খুন করেছে, তাদের প্রত্যেকেরই দেহ বিকিনি পরা অবস্থায় পাওয়া গিয়েছে। সেই কারণেই তাকে ‘বিকিনি কিলার’ বলা হয়। পাশাপাশি, হাজারো ফিকিরে গ্রেফতারি এড়ানোর কারণেই তাকে ‘সার্পেন্ট’ও বলা হয়। পর্যটকদের হত্যার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ বারবার উঠেছে।
ভারতেও ২১ বছর কারাবাস ভোগ করেছে এই কুখ্যাত আন্তর্জাতিক অপরাধী। তিহার জেল থেকে ২২ দিন কারাবাসের মাথায় কারারক্ষীকে জন্মদিনের মিষ্টি খাইয়ে অজ্ঞান করে চম্পট দেয় চার্লস।

আরও পড়ুন: ব্রেকিং: ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ, গ্রেফতার অসাংবিধানিক

চার্লসের শিকাররা বেশিরভাগই ছিলেন ইউরোপের পর্যটক। তারা এশিয়ায় ঘুরতে এসেই শোভরাজের খপ্পরে পড়েন। মহিলাদের মাদক খাওয়ানো আর তারপর তাঁকে হত্যাই শোভরাজের খুনের পদ্ধতি হিসেবে বারবার দেখা গিয়েছে। ১৯৭২ থেকে ১৯৭৬ সালের মধ্যে শোভরাজের বিরুদ্ধে প্রায় ২০ জন মহিলাকে খুনের অভিযোগ উঠেছে।