পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের আসন্ন নির্বাচন ভেস্তে দিতেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তুলেছেন তাঁর দাদা শরিফ ওমর হাদি। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের একাংশের দিকে আঙুল তোলেন। মঙ্গলবার ঢাকার শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহিদি শপথ’ কর্মসূচিতে ওমর বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন হাদি। নির্বাচনমুখী প্রস্তুতি নেওয়াতেই তাঁকে হত্যা করা হয়েছে। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করে তিনি বলেন, ঘটনার ছয় দিন পেরোলেও সরকারের দৃশ্যমান অগ্রগতি নেই। বিচার না হলে সরকারকেও জবাবদিহির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে নির্বাচন বানচালের যে কোনো চেষ্টা প্রতিহত করার শপথ নেওয়ার আহ্বান জানান।
২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
হাদিকে হত্যা করে নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ, ইউনূস সরকারের একাংশকে দায়ী নিহতের দাদা
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার
- 10
সর্বধিক পাঠিত

































