০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকাকে ‘নির্দয়’ জবাব দেওয়ার হুমকি কিম জংয়ের

ইমামা খাতুন
  • আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার
  • / 80

পুবের কলম ওয়েব ডেস্ক: দক্ষিণ কোরিয়া ও আমেরিকার মধ্যে চলা সামরিক মহড়াকে ‘উসকানিমূলক’ এবং ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী।

পাশাপাশি কিম জং উন সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে; ওয়াশিংটন ও সিওলকে ‘নির্দয় জবাব’ দেওয়া হবে। গত সপ্তাহে ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামে যৌথ সামরিক মহড়া শুরু করে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা।

আরও পড়ুন: গাজার ২০ লাখ মানুষকে সরানোর নীলনকশা, ‘গ্রেট’ নিয়ে আলোচনা আমেরিকা – ইসরাইলের

পরে বেশ কয়েকটি মিসাইল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ধারণা করা হয়; এর মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ও শত শত গোলাও সাগরে ছুড়েছে পিয়ং ইয়ং।

আরও পড়ুন: ভারতে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নাও চাপতে পারে, ইঙ্গিত ট্রাম্পের

 

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প

দক্ষিণ কোরিয়া-আমেরিকার সামরিক মহড়া শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও তা শনিবার পর্যন্ত চলে। এ নিয়ে উত্তর কোরিয়ার সেনার পক্ষ থেকে বলা হয়; ‘ভিজিল্যান্ট স্টর্ম মহড়া ছিল একটি উসকানি।

এটি উদ্দেশ্যমূলকভাবে উত্তেজনা বাড়ানোর লক্ষ্যে চালানো হয়। উচ্চ আক্রমাত্মক প্রকৃতির একটি বিপজ্জনক যুদ্ধ মহড়া ছিল এটি।’ পিয়ং ইয়ংয়ের সেনা আরও জানায়; দক্ষিণ কোরিয়ায় হামলার আদলে তারা বিভিন্ন সামরিক কর্মকাণ্ড চালিয়েছে।

গত ২ নভেম্বর উত্তর কোরিয়ার ছোড়া একট মিসাইল দক্ষিণ কোরিয়ার উলসান উপকূলের কাছে গিয়ে পড়ে। ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের অবসানের পর প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল।

ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা উত্তর কোরিয়ার সেনারা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সেনা জানায়; ‘শত্রুরা উসকানিমূলক সামরিক পদক্ষেপ অব্যাহত রাখলে নির্দয়ভাবে সেগুলোর জবাব দেওয়া হবে।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকাকে ‘নির্দয়’ জবাব দেওয়ার হুমকি কিম জংয়ের

আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: দক্ষিণ কোরিয়া ও আমেরিকার মধ্যে চলা সামরিক মহড়াকে ‘উসকানিমূলক’ এবং ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী।

পাশাপাশি কিম জং উন সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে; ওয়াশিংটন ও সিওলকে ‘নির্দয় জবাব’ দেওয়া হবে। গত সপ্তাহে ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামে যৌথ সামরিক মহড়া শুরু করে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা।

আরও পড়ুন: গাজার ২০ লাখ মানুষকে সরানোর নীলনকশা, ‘গ্রেট’ নিয়ে আলোচনা আমেরিকা – ইসরাইলের

পরে বেশ কয়েকটি মিসাইল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ধারণা করা হয়; এর মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ও শত শত গোলাও সাগরে ছুড়েছে পিয়ং ইয়ং।

আরও পড়ুন: ভারতে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নাও চাপতে পারে, ইঙ্গিত ট্রাম্পের

 

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প

দক্ষিণ কোরিয়া-আমেরিকার সামরিক মহড়া শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও তা শনিবার পর্যন্ত চলে। এ নিয়ে উত্তর কোরিয়ার সেনার পক্ষ থেকে বলা হয়; ‘ভিজিল্যান্ট স্টর্ম মহড়া ছিল একটি উসকানি।

এটি উদ্দেশ্যমূলকভাবে উত্তেজনা বাড়ানোর লক্ষ্যে চালানো হয়। উচ্চ আক্রমাত্মক প্রকৃতির একটি বিপজ্জনক যুদ্ধ মহড়া ছিল এটি।’ পিয়ং ইয়ংয়ের সেনা আরও জানায়; দক্ষিণ কোরিয়ায় হামলার আদলে তারা বিভিন্ন সামরিক কর্মকাণ্ড চালিয়েছে।

গত ২ নভেম্বর উত্তর কোরিয়ার ছোড়া একট মিসাইল দক্ষিণ কোরিয়ার উলসান উপকূলের কাছে গিয়ে পড়ে। ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের অবসানের পর প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল।

ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা উত্তর কোরিয়ার সেনারা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সেনা জানায়; ‘শত্রুরা উসকানিমূলক সামরিক পদক্ষেপ অব্যাহত রাখলে নির্দয়ভাবে সেগুলোর জবাব দেওয়া হবে।’