৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: রাজা তৃতীয় চার্লসের অভিষেক আজ,  কি কি অনুষ্ঠান হবে— জানুন বিস্তারিত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ মে ২০২৩, শনিবার
  • / 57

পুবের কলম ওয়েব ডেস্ক: আজ শনিবার ব্রিটেনের ৪০ তম রাজা হিসেবে অভিষেক হচ্ছে তৃতীয় চার্লসের। তিনি ১৯৫৩ সালে ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার হয়েছিলেন। রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠান তাঁর মা রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক অনুষ্ঠানের চেয়ে সংক্ষিপ্ত ও কম জাঁকজমকপূর্ণ হবে। স্থানীয় সময় সকাল ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই অভিষেক অনুষ্ঠান শুরু হবে। সেখানে ৭০০ বছরের পুরোনো ব্রিটিশ রাজ সিংহাসনে আসীন হবেন রাজা তৃতীয় চার্লস।

রাজা ও কুইন কনসর্টকে রাজমুকুট পরানো হবে। ব্রিটিশ রাজার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে লন্ডন পৌঁছেছেন বিশ্বের তাবড় নেতারা। এই অনুষ্ঠানে ২০৩টি দেশের প্রতিনিধি, প্রায় ১০০টি দেশের সরকার প্রধান, বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্য–সহ দুই হাজারের বেশি অতিথি যোগ দেবেন। এছাড়া লন্ডনে হাজির থাকবেন বিভিন্ন দেশের ৩০ হাজারের বেশি পর্যটক। বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে রাজার অভিষেক অনুষ্ঠান। যা দেখতে পারবেন বিশ্বের কোটি কোটি মানুষ। মা রানি দ্বিতীয় এলিজাবেথ গত বছরের ৮ সেপ্টেম্বর মারা যাওয়ার পর রাজার দায়িত্ব গ্রহণ করেন রাজা তৃতীয় চার্লস। কিন্তু প্রথা মেনে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রায় আট মাসের মাথায় রাজা হিসেবে আজ তাঁর অভিষেক হচ্ছে।  জানা গেছে সব মিলিয়ে হবে দু’‌ঘণ্টার অনুষ্ঠান।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

 

আরও পড়ুন: মালদায় মুসলিম গার্লস  হস্টেলে লাইব্রেরি কক্ষের উদ্বোধন মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান ইমরানের

ঐতিহাসিক রাজ্যাভিষেক মুকুট

আরও পড়ুন: ব্রেকিং: আতঙ্কের মধ্যেই আজ যাত্রা শুরু করল করমণ্ডল এক্সপ্রেস

রাজ্যাভিষেকের কয়েক শতকের প্রথা মেনে এ অনুষ্ঠানে রাজা চার্লস পরবেন ঐতিহাসিক সেইন্ট এডওয়ার্ড মুকুট। ২২ ক্যারেটের নিখাদ সোনায় তৈরি ৩৬০ বছরের পুরোনো এই মুকুট প্রায় ১ ফুট লম্বা। মুকুটটির ওজন প্রায় ২ কেজি ২৩ গ্রাম। এই মুকুটে খচিত আছে নীলকান্তমণি, রুবিসহ হালকা নীল ও নীলাভ সবুজ ব্যয়বহুল ৪৪৪টি মণি ও রত্নপাথর।

 

প্রসঙ্গত, গতকাল থেকেই অভিষেক ঘিরে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে। অনেকেই শুভেচ্ছা জানাতে আসেন রাজাকে। রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা গতকাল বাকিংহাম প্যালেসের বাইরে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: রাজা তৃতীয় চার্লসের অভিষেক আজ,  কি কি অনুষ্ঠান হবে— জানুন বিস্তারিত

আপডেট : ৬ মে ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: আজ শনিবার ব্রিটেনের ৪০ তম রাজা হিসেবে অভিষেক হচ্ছে তৃতীয় চার্লসের। তিনি ১৯৫৩ সালে ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার হয়েছিলেন। রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠান তাঁর মা রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক অনুষ্ঠানের চেয়ে সংক্ষিপ্ত ও কম জাঁকজমকপূর্ণ হবে। স্থানীয় সময় সকাল ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই অভিষেক অনুষ্ঠান শুরু হবে। সেখানে ৭০০ বছরের পুরোনো ব্রিটিশ রাজ সিংহাসনে আসীন হবেন রাজা তৃতীয় চার্লস।

রাজা ও কুইন কনসর্টকে রাজমুকুট পরানো হবে। ব্রিটিশ রাজার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে লন্ডন পৌঁছেছেন বিশ্বের তাবড় নেতারা। এই অনুষ্ঠানে ২০৩টি দেশের প্রতিনিধি, প্রায় ১০০টি দেশের সরকার প্রধান, বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্য–সহ দুই হাজারের বেশি অতিথি যোগ দেবেন। এছাড়া লন্ডনে হাজির থাকবেন বিভিন্ন দেশের ৩০ হাজারের বেশি পর্যটক। বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে রাজার অভিষেক অনুষ্ঠান। যা দেখতে পারবেন বিশ্বের কোটি কোটি মানুষ। মা রানি দ্বিতীয় এলিজাবেথ গত বছরের ৮ সেপ্টেম্বর মারা যাওয়ার পর রাজার দায়িত্ব গ্রহণ করেন রাজা তৃতীয় চার্লস। কিন্তু প্রথা মেনে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রায় আট মাসের মাথায় রাজা হিসেবে আজ তাঁর অভিষেক হচ্ছে।  জানা গেছে সব মিলিয়ে হবে দু’‌ঘণ্টার অনুষ্ঠান।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

 

আরও পড়ুন: মালদায় মুসলিম গার্লস  হস্টেলে লাইব্রেরি কক্ষের উদ্বোধন মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান ইমরানের

ঐতিহাসিক রাজ্যাভিষেক মুকুট

আরও পড়ুন: ব্রেকিং: আতঙ্কের মধ্যেই আজ যাত্রা শুরু করল করমণ্ডল এক্সপ্রেস

রাজ্যাভিষেকের কয়েক শতকের প্রথা মেনে এ অনুষ্ঠানে রাজা চার্লস পরবেন ঐতিহাসিক সেইন্ট এডওয়ার্ড মুকুট। ২২ ক্যারেটের নিখাদ সোনায় তৈরি ৩৬০ বছরের পুরোনো এই মুকুট প্রায় ১ ফুট লম্বা। মুকুটটির ওজন প্রায় ২ কেজি ২৩ গ্রাম। এই মুকুটে খচিত আছে নীলকান্তমণি, রুবিসহ হালকা নীল ও নীলাভ সবুজ ব্যয়বহুল ৪৪৪টি মণি ও রত্নপাথর।

 

প্রসঙ্গত, গতকাল থেকেই অভিষেক ঘিরে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে। অনেকেই শুভেচ্ছা জানাতে আসেন রাজাকে। রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা গতকাল বাকিংহাম প্যালেসের বাইরে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।