বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে কিং খানের মন্নত, হুমকির পর কি ঘটল? জানুন বিস্তারিত
- আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্কঃ বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলিউড বাদশা শাহরুখ খানের বাড়ি মন্নত। তার সঙ্গে মুম্বইয়ের বেশকিছু জায়গায় ঘটানো হবে বিস্ফোরণ। মহারাষ্ট্র পুলিশের কনট্রোলরুমে এই ফোন আসতেই নড়েচড়ে নিয়ে পুলিশ।
ফোন ট্যাপ করে জানা যায় ফোনকলটি এসেছে মধ্যপ্রদেশ থেকে। মহারাষ্ট্র পুলিশ যোগাযোগ করে মধ্যপ্রদেশ পুলিশের মধ্যে।
জানা যায় মধ্যপ্রদেশের জব্বলপুরের যুবক জিতেশ ঠাকুর ওই কলটি করেছেন। জিতেশ কে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। এরপর তাকে তুলে দেওয়া হয় মহারাষ্ট্র পুলিশের হাতে। জেরা করে জানা যায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মদ্যপ অবস্থায় এই কান্ড ঘটিয়েছেন জিতেশ। এই ঘটনার সঙ্গে নাশকতার কোন যোগ নেই বলেই পুলিশের প্রাথমিক ধারণা।
তবে কিং খানের অনুরাগীরা আপাতত স্বস্তিতে। আরিয়ান কান্ডের ক্ষত এখনও টাটকা, তার মধ্যেই ফের এই ধরনের ঘটনায় বেজায় চাঞ্চল্য ছড়িয়েছে বলিউড জুড়ে।