উচ্চমাধ্যমিকের ফল Review বা Scrutiny’র পদ্ধতি জেনে নিন

- আপডেট : ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার
- / 11
পুবের কলম প্রতিবেদক: একদিন আগেই রাজ্যে প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় এবার পরীক্ষার ফল ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE)। চলতি বছর পরীক্ষা দিয়েছিল মোট ৮ লাখ ২৪ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে ৭ লাখ ৩৭ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিকে এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ। এর মধ্যেই অনেক পড়ুয়া রয়েছে যারা নিজের ফল নিয়ে খুশি নয়। হয়তো ঠিক যতটা ভালো ফলের আশা করেছিল, রেজাল্ট তেমন আশানুরূপ হয়নি। তারা কিন্তু অনায়াসেই উত্তরপত্র Review বা Scrutiny করাতে পারবে। কিন্তু কীভাবে তা করা হবে, এখানে রইল তারই হালহদিশ।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে গতকালই জানানো হয়েছে যে, অনলাইনেই পরীক্ষার খাতা Review বা Scrutiny করতে পারবে পরীক্ষার্থীরা।
আগামী ৩১ মে মধ্যরাত থেকে ১৫ জুন মধ্যরাত পর্যন্ত Post Publication Scrutiny বা PPS কিংবা Post Public Review বা PPR করা যাবে। আর এই পুরো প্রক্রিয়াটিই এবার করা যাবে অনলাইনে। উচ্চমাধ্যমিকের পোর্টালে গিয়ে Review বা Scrutiny জন্য আবেদন করা যাবে। মার্কশিট হাতে পাওয়ার পরেই কোনও বিষয়ের খাতার Review বা Scrutiny’র জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। আগামী ৩১ মে এবারের উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা স্কুল থেকে মার্কশিট হাতে পাবে। এবারের মার্কশিটে QR Code থাকছে। সেই Code Scan করলেই মিলবে পরীক্ষার্থীর যাবতীয় তথ্য। দেখা যাবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সেন্টারের নাম। উচ্চমাধ্যমিকের খাতার PPS’র জন্য খরচ পড়বে ১০০ টাকা প্রতি উত্তরপত্র। পাশাপাশি PPR’র জন্য খরচ পড়বে ১৫০ টাকা প্রতি উত্তরপত্র।