০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুজোয় কড়া নিরাপত্তার মোড়কে কলকাতা, মোতায়েন থাকছে ১৫০০০ পুলিশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ অক্টোবর ২০২১, শুক্রবার
  • / 64

পুবের কলম প্রতিবেদকঃ পুজোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা মোড়া থাকবে নিরাপত্তার মোড়কে। প্রতিবারের মতো এবারেও থাকছে শহরজুড়ে থাকবে পুলিশি প্রহরা। ১৫০০০ পুলিশ মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। শনিবার থেকেই পুলিশ মোতায়েন শুরু হচ্ছে শহরে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে– শহরের পুজো মণ্ডপগুলিতে সবচেয়ে বেশি সংখ্যায় পুলিশ মোতায়েন থাকবে। এবছর শহরে মোট ২৭০১ টি মণ্ডপ রয়েছে। এই মণ্ডপগুলিতে ২৫০০ পুলিশ মোতায়েন করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সর্বক্ষণের জন্য অর্থাৎ ২৪ ঘন্টা মোতায়েন থাকবে পুলিশ। তিনটে শিফটে কাজ করবে পুলিশ। তবে বিকেলের শিফটে বেশি সংখ্যায় পুলিশ মোতায়েন থাকবে। কারণ এই সময় মানুষের ভিড় মণ্ডপগুলিতে বেশি থাকবে। তাই পুলিশের সংখ্যাও এই সময়ে বাড়ানো হয়েছে।
সেইসঙ্গে– থাকবে ওয়াচ টাওয়ার– সিটি পেট্রল ভ্যান– পিসিআর ভ্যান– চলবে পুলিশ পিকেট।
লালবাজার সূত্রে জানা গিয়েছে– মেট্রো স্টেশনে ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি মেট্রো স্টেশনের বাইরে পুলিশ পিকেট বসানো হবে। সিটি পেট্রল ভ্যান থাকবে ৩১ টি। এছাড়াও পিসিআর ভ্যান থাকবে ২৬ টি মতো। পাশাপাশি– মোবাইল পুলিশ থাকবে শহরের সাতটি জায়গায়। এই মোবাইল পুলিশের কাছে সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন। সেইসঙ্গে থাকবে ৪৭টি ওয়াচ টাওয়ার। ১৫টি নাকা চেকিং পয়েন্ট ও সিসিটিভি পয়েন্ট থাকবে ৭৫টি। সাদা পোশাকে পুলিশ প্রতিবারের মতো এবারও থাকছে।
অন্যদিকে– এই ভিড়ের মধ্যেও ট্রাফিক আইন যাতে কোনওভাবেই ভঙ্গ না হয় তার জন্য ৩৮ টি পয়েন্ট থেকে ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন জায়গায় নজরদারি চালাবে। ১৬ জন ডিসির অধীনে থাকবে ৪৪টি থানা।

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোয় কড়া নিরাপত্তার মোড়কে কলকাতা, মোতায়েন থাকছে ১৫০০০ পুলিশ

আপডেট : ৮ অক্টোবর ২০২১, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ পুজোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা মোড়া থাকবে নিরাপত্তার মোড়কে। প্রতিবারের মতো এবারেও থাকছে শহরজুড়ে থাকবে পুলিশি প্রহরা। ১৫০০০ পুলিশ মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। শনিবার থেকেই পুলিশ মোতায়েন শুরু হচ্ছে শহরে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে– শহরের পুজো মণ্ডপগুলিতে সবচেয়ে বেশি সংখ্যায় পুলিশ মোতায়েন থাকবে। এবছর শহরে মোট ২৭০১ টি মণ্ডপ রয়েছে। এই মণ্ডপগুলিতে ২৫০০ পুলিশ মোতায়েন করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সর্বক্ষণের জন্য অর্থাৎ ২৪ ঘন্টা মোতায়েন থাকবে পুলিশ। তিনটে শিফটে কাজ করবে পুলিশ। তবে বিকেলের শিফটে বেশি সংখ্যায় পুলিশ মোতায়েন থাকবে। কারণ এই সময় মানুষের ভিড় মণ্ডপগুলিতে বেশি থাকবে। তাই পুলিশের সংখ্যাও এই সময়ে বাড়ানো হয়েছে।
সেইসঙ্গে– থাকবে ওয়াচ টাওয়ার– সিটি পেট্রল ভ্যান– পিসিআর ভ্যান– চলবে পুলিশ পিকেট।
লালবাজার সূত্রে জানা গিয়েছে– মেট্রো স্টেশনে ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি মেট্রো স্টেশনের বাইরে পুলিশ পিকেট বসানো হবে। সিটি পেট্রল ভ্যান থাকবে ৩১ টি। এছাড়াও পিসিআর ভ্যান থাকবে ২৬ টি মতো। পাশাপাশি– মোবাইল পুলিশ থাকবে শহরের সাতটি জায়গায়। এই মোবাইল পুলিশের কাছে সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন। সেইসঙ্গে থাকবে ৪৭টি ওয়াচ টাওয়ার। ১৫টি নাকা চেকিং পয়েন্ট ও সিসিটিভি পয়েন্ট থাকবে ৭৫টি। সাদা পোশাকে পুলিশ প্রতিবারের মতো এবারও থাকছে।
অন্যদিকে– এই ভিড়ের মধ্যেও ট্রাফিক আইন যাতে কোনওভাবেই ভঙ্গ না হয় তার জন্য ৩৮ টি পয়েন্ট থেকে ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন জায়গায় নজরদারি চালাবে। ১৬ জন ডিসির অধীনে থাকবে ৪৪টি থানা।

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..