১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বায়ু দূষণ রোধে দেশের সেরা তিন শহরের তালিকায় কলকাতা, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

চামেলি দাস
  • আপডেট : ১৬ মে ২০২৫, শুক্রবার
  • / 72

পুবের কলম, ওয়েবডেস্ক:  কলকাতার মুকুটে ফের নয়া পালক। পরিবেশ সুরক্ষায় এবার কলকাতার মুকুটে জুড়ল কেন্দ্রের স্বীকৃতি। এক্স হ্যান্ডলে কলকাতাবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “কলকাতা আবার পথ দেখাল! কেন্দ্র পরিবেশ সুরক্ষার নিরিখে তিনটি শহরকে স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে কলকাতাও রয়েছে। পরিচ্ছন্ন এবং সবুজে ভরা কলকাতা গড়ে তোলায় পাশে থাকার জন্য কলকাতাবাসীকে ধন্যবাদ।”

নগরায়নের ফলে ক্রমশ বাড়ছে দূষণ। দিল্লি-সহ দেশের একাধিক শহরের পরিস্থিতি প্রায় একইরকম। বিশেষত দিল্লির অবস্থা খুবই খারাপ। বারবার তা শিরোনামে জায়গা করে নিয়েছে। কলকাতার ছবি একেবারেই আলাদা। ‘পার্টিকুলেট ম্যাটার’ বাতাসে নেই বললেই চলে। তার ফলে বায়ুদূষণ হচ্ছে না। ‘পার্টিকুলেট ম্যাটার’ হল বাতাসে মিশে থাকা ক্ষুদ্র কঠিনকণা এবং তরলের সংমিশ্রণ। সে কারণে দূষণমুক্ত কলকাতাকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। শহরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বায়ু দূষণ রোধে দেশের সেরা তিন শহরের তালিকায় কলকাতা, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আপডেট : ১৬ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  কলকাতার মুকুটে ফের নয়া পালক। পরিবেশ সুরক্ষায় এবার কলকাতার মুকুটে জুড়ল কেন্দ্রের স্বীকৃতি। এক্স হ্যান্ডলে কলকাতাবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “কলকাতা আবার পথ দেখাল! কেন্দ্র পরিবেশ সুরক্ষার নিরিখে তিনটি শহরকে স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে কলকাতাও রয়েছে। পরিচ্ছন্ন এবং সবুজে ভরা কলকাতা গড়ে তোলায় পাশে থাকার জন্য কলকাতাবাসীকে ধন্যবাদ।”

নগরায়নের ফলে ক্রমশ বাড়ছে দূষণ। দিল্লি-সহ দেশের একাধিক শহরের পরিস্থিতি প্রায় একইরকম। বিশেষত দিল্লির অবস্থা খুবই খারাপ। বারবার তা শিরোনামে জায়গা করে নিয়েছে। কলকাতার ছবি একেবারেই আলাদা। ‘পার্টিকুলেট ম্যাটার’ বাতাসে নেই বললেই চলে। তার ফলে বায়ুদূষণ হচ্ছে না। ‘পার্টিকুলেট ম্যাটার’ হল বাতাসে মিশে থাকা ক্ষুদ্র কঠিনকণা এবং তরলের সংমিশ্রণ। সে কারণে দূষণমুক্ত কলকাতাকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। শহরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।