০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

সুস্মিতা
  • আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার
  • / 99

সকাল থেকেই নজরদারি, বন্ধ একাধিক রাস্তা

পুবের কলম ওয়েবডেস্ক: শারদ উৎসবের সবচেয়ে বড় চমক বিসর্জনের বিশেষ শোভাযাত্রা ‘পুজো কার্নিভাল’-এর সাজে সেজে উঠেছে সিটি অফ জয়। রবিবার বিকেল সাড়ে চারটে থেকে রেড রোডে শুরু হবে এই কার্নিভাল। শনিবার জেলায় জেলায় অনুষ্ঠিত হয়েছে কার্নিভাল। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত এই শোভাযাত্রা এবার ১০ বছরে পা দিচ্ছে।

প্রতিবারের মতো এবারও একাধিক নামী-দামি পুজো কমিটিগুলি অংশ নেবে এই কার্নিভালে। প্রধান অতিথি হিসাবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন দেশ বিদেশের বিশিষ্ট অতিথি, একাধিক মন্ত্রী, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক থেকে কবি-সাহিত্যিক-চিত্র পরিচালক-খেলোয়াড় এবং অভিনেতা অভিনেত্রীরা। আর সেই কারণে নিরাপত্তায় কোনও রকম ফাঁক-ফোকড় রাখতে চাইছে না পুলিশ।

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

কলকাতা পুলিশ সূত্রে খবর, রবিবার রেড রোডে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন থাকছেন। জানা যাচ্ছে, ১০৬টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে। আর সেই কারণে আগামিকাল বন্ধ থাকবে খিদিরপুর রোড থেকে রেড রোড। এছাড়াও রেড রোড সংলগ্ন এলাকায় প্রতিমা রাখা শুরু হবে আজ রাত থেকে। ক্যানিভালের সময় প্রতিটি প্রতিমার সঙ্গে একজন করে কর্তব্যরত পুলিশ দায়িত্বে থাকবেন। প্রতিটি পুজোর মধ্যে কিছুটা দূরত্ব রাখা হবে। এ দিন সকাল থেকেই কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিকরা নজরদারি চালাবেন। বিদেশি আমন্ত্রিতদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

কার্নিভাল উপলক্ষে অতিরিক্ত মেট্রো পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো। শুক্রবার নির্দেশিকা জারি করে তারা জানিয়েছে, আগামিকাল রাতে ব্লু লাইন ও গ্রীন লাইনে রাতে চলবে অতিরিক্ত মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন অর্থাৎ রবিবার মোট ৬টি বিশেষ ট্রেন (৩টি আপ ও ৩টি ডাউন) চালানো হবে। প্রতিটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে প্রায় ২০ মিনিট।

আরও পড়ুন: কলকাতা ও মিজোরাম রেলপথ দ্বারা খুব শীঘ্রই সংযোগ হতে চলেছে

কার্নিভালের দিনই রাতে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতে সাধারণ যাত্রীদের যাতে যাতায়াতে অসুবিধা না হয় করতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে তাদের তরফে। ফলত, কার্নিভালের জন্য যে শহজজুড়ে সাজো-সাজো রব তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, এ দিনই আবার ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন মিছিল করবে কলেজ স্ট্রিট থেকে। সম্প্রতি কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। তারই প্রতিবাদে এই মিছিল হবে। কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে এই মিছিলের অনুমতি দিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার

সকাল থেকেই নজরদারি, বন্ধ একাধিক রাস্তা

পুবের কলম ওয়েবডেস্ক: শারদ উৎসবের সবচেয়ে বড় চমক বিসর্জনের বিশেষ শোভাযাত্রা ‘পুজো কার্নিভাল’-এর সাজে সেজে উঠেছে সিটি অফ জয়। রবিবার বিকেল সাড়ে চারটে থেকে রেড রোডে শুরু হবে এই কার্নিভাল। শনিবার জেলায় জেলায় অনুষ্ঠিত হয়েছে কার্নিভাল। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত এই শোভাযাত্রা এবার ১০ বছরে পা দিচ্ছে।

প্রতিবারের মতো এবারও একাধিক নামী-দামি পুজো কমিটিগুলি অংশ নেবে এই কার্নিভালে। প্রধান অতিথি হিসাবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন দেশ বিদেশের বিশিষ্ট অতিথি, একাধিক মন্ত্রী, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক থেকে কবি-সাহিত্যিক-চিত্র পরিচালক-খেলোয়াড় এবং অভিনেতা অভিনেত্রীরা। আর সেই কারণে নিরাপত্তায় কোনও রকম ফাঁক-ফোকড় রাখতে চাইছে না পুলিশ।

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

কলকাতা পুলিশ সূত্রে খবর, রবিবার রেড রোডে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন থাকছেন। জানা যাচ্ছে, ১০৬টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে। আর সেই কারণে আগামিকাল বন্ধ থাকবে খিদিরপুর রোড থেকে রেড রোড। এছাড়াও রেড রোড সংলগ্ন এলাকায় প্রতিমা রাখা শুরু হবে আজ রাত থেকে। ক্যানিভালের সময় প্রতিটি প্রতিমার সঙ্গে একজন করে কর্তব্যরত পুলিশ দায়িত্বে থাকবেন। প্রতিটি পুজোর মধ্যে কিছুটা দূরত্ব রাখা হবে। এ দিন সকাল থেকেই কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিকরা নজরদারি চালাবেন। বিদেশি আমন্ত্রিতদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

কার্নিভাল উপলক্ষে অতিরিক্ত মেট্রো পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো। শুক্রবার নির্দেশিকা জারি করে তারা জানিয়েছে, আগামিকাল রাতে ব্লু লাইন ও গ্রীন লাইনে রাতে চলবে অতিরিক্ত মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন অর্থাৎ রবিবার মোট ৬টি বিশেষ ট্রেন (৩টি আপ ও ৩টি ডাউন) চালানো হবে। প্রতিটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে প্রায় ২০ মিনিট।

আরও পড়ুন: কলকাতা ও মিজোরাম রেলপথ দ্বারা খুব শীঘ্রই সংযোগ হতে চলেছে

কার্নিভালের দিনই রাতে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতে সাধারণ যাত্রীদের যাতে যাতায়াতে অসুবিধা না হয় করতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে তাদের তরফে। ফলত, কার্নিভালের জন্য যে শহজজুড়ে সাজো-সাজো রব তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, এ দিনই আবার ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন মিছিল করবে কলেজ স্ট্রিট থেকে। সম্প্রতি কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। তারই প্রতিবাদে এই মিছিল হবে। কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে এই মিছিলের অনুমতি দিয়েছে।