০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাপ ডাউনলোডে সচেতন থাকতে আট দফা নির্দেশিকা কলকাতা পুলিশের

আবুল খায়ের
  • আপডেট : ২ ডিসেম্বর ২০২৪, সোমবার
  • / 51

পুবের কলম, ওয়েব ডেস্কঃ প্রতারণার ফাঁদ পাতা ভার্চুয়াল জগত জুড়ে। স্মার্ট ফোনের স্ক্রিনে চোখ রাখলেই প্রলোভনের নতুন নতুন মোড়কে একের পর এক অ্যাপ ডাউনলোডের আহ্বান। লোভের বশে ক্লিক করলেই অপেক্ষা করে আছে মহাবিপদ। লোন থেকে বন্ধুত্বের হাতছানি উপেক্ষা করে সাবধানী হওয়ার পরমার্শ দিয়ে আট দফা নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ।

ডিসিপি সাইবার ক্রাইম কলকাতার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই নির্দেশিকা জারি করে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই পোস্টে লেখা হয়েছে, অনলাইনে পাওয়া জাল লোন অ্যাপগুলি থেকে সাবধান। একটি লোন অ্যাপ ডাউনলোড করার আগে কী কী সতর্কতা অবলম্বন করা উচিৎ নির্দেশিকায় তা বলা হয়েছে। এ বিষয়ে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে।

বলা হয়েছে-  ১) একটি লোন অ্যাপ ইনস্টল করার আগে বিশ্বাসযোগ্যতা ও সত্যতা পরীক্ষা করুন।

২) নিশ্চিত করুন যে লোন অ্যাপ কোম্পানির একটি অফলাইন ঠিকানা ও একটি সঠিক নিরাপদ ওয়েবসাইট আছে।

৩) কোনও অবাঞ্ছিত লিঙ্কে ক্লিক করবেন না।

৪) সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া বিজ্ঞাপনের ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।

৫) কোনও ঋণ অ্যাপের ইনস্টলেশনের সময় সতর্ক থাকুন। যদি অ্যাপটি ফটো গ্যালারি এবং আপনার কন্টাক্ট লিস্টের অ্যাক্সেসের অনুমতি চায় তবে এটি আনইনস্টল করুন।

৬) ব্যাঙ্কের থেকে বা এনবিএফসি এর ওয়েবসাইট থেকে অ্যাপটির সত্যতা যাচাই করুন।

 

৭) একটি লোন অ্যাপ ইনস্টল করার আগে নিশ্চিত করুন যে এটির সাথে একটি ব্যাঙ্ক , এনবিএফসি বা আরবিআই দ্বারা স্বীকৃত বা অংশীদারিত্ব রয়েছে।

৮) আপনার ব্যক্তিগত নথি বা তথ্য় শেয়ার করার আগে অ্যাপটি সম্পর্কে ভালো করে যাচাই করুন।

কলকাতা পুলিশ জানিয়েছে- অ্যাপের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রতারকরা। তারা আপনার কন্টাক্ট লিস্ট জেনে যাবে। তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফাঁকা করতে পারে। সেক্ষেত্রে সাবধান।

এদিকে অতীতে এই অ্যাপ ডাউনলোড থেকে নানা বিপত্তি হয়েছে। এই ধরনের অ্যাপের আড়ালে প্রতারকরা থাকতে পারে। তারা হয়তো আপনার উপর নজরদারি করতে পারে এই অ্যাপের মাধ্যমে। সেক্ষেত্রে খুব সাবধান। সেই সঙ্গে কোথাও ওটিপি চাওয়া হলে সেক্ষেত্রেও সাবধান। কারণ সেই ওটিপির আড়ালেও থাকতে পারে প্রতারণার ফাঁদ। সেকারণে উপরের নিয়মগুলি মেনে চললে কিছুটা হলেও সুবিধা হতে পারে।

 

 

 

 

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অ্যাপ ডাউনলোডে সচেতন থাকতে আট দফা নির্দেশিকা কলকাতা পুলিশের

আপডেট : ২ ডিসেম্বর ২০২৪, সোমবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ প্রতারণার ফাঁদ পাতা ভার্চুয়াল জগত জুড়ে। স্মার্ট ফোনের স্ক্রিনে চোখ রাখলেই প্রলোভনের নতুন নতুন মোড়কে একের পর এক অ্যাপ ডাউনলোডের আহ্বান। লোভের বশে ক্লিক করলেই অপেক্ষা করে আছে মহাবিপদ। লোন থেকে বন্ধুত্বের হাতছানি উপেক্ষা করে সাবধানী হওয়ার পরমার্শ দিয়ে আট দফা নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ।

ডিসিপি সাইবার ক্রাইম কলকাতার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই নির্দেশিকা জারি করে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই পোস্টে লেখা হয়েছে, অনলাইনে পাওয়া জাল লোন অ্যাপগুলি থেকে সাবধান। একটি লোন অ্যাপ ডাউনলোড করার আগে কী কী সতর্কতা অবলম্বন করা উচিৎ নির্দেশিকায় তা বলা হয়েছে। এ বিষয়ে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে।

বলা হয়েছে-  ১) একটি লোন অ্যাপ ইনস্টল করার আগে বিশ্বাসযোগ্যতা ও সত্যতা পরীক্ষা করুন।

২) নিশ্চিত করুন যে লোন অ্যাপ কোম্পানির একটি অফলাইন ঠিকানা ও একটি সঠিক নিরাপদ ওয়েবসাইট আছে।

৩) কোনও অবাঞ্ছিত লিঙ্কে ক্লিক করবেন না।

৪) সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া বিজ্ঞাপনের ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।

৫) কোনও ঋণ অ্যাপের ইনস্টলেশনের সময় সতর্ক থাকুন। যদি অ্যাপটি ফটো গ্যালারি এবং আপনার কন্টাক্ট লিস্টের অ্যাক্সেসের অনুমতি চায় তবে এটি আনইনস্টল করুন।

৬) ব্যাঙ্কের থেকে বা এনবিএফসি এর ওয়েবসাইট থেকে অ্যাপটির সত্যতা যাচাই করুন।

 

৭) একটি লোন অ্যাপ ইনস্টল করার আগে নিশ্চিত করুন যে এটির সাথে একটি ব্যাঙ্ক , এনবিএফসি বা আরবিআই দ্বারা স্বীকৃত বা অংশীদারিত্ব রয়েছে।

৮) আপনার ব্যক্তিগত নথি বা তথ্য় শেয়ার করার আগে অ্যাপটি সম্পর্কে ভালো করে যাচাই করুন।

কলকাতা পুলিশ জানিয়েছে- অ্যাপের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রতারকরা। তারা আপনার কন্টাক্ট লিস্ট জেনে যাবে। তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফাঁকা করতে পারে। সেক্ষেত্রে সাবধান।

এদিকে অতীতে এই অ্যাপ ডাউনলোড থেকে নানা বিপত্তি হয়েছে। এই ধরনের অ্যাপের আড়ালে প্রতারকরা থাকতে পারে। তারা হয়তো আপনার উপর নজরদারি করতে পারে এই অ্যাপের মাধ্যমে। সেক্ষেত্রে খুব সাবধান। সেই সঙ্গে কোথাও ওটিপি চাওয়া হলে সেক্ষেত্রেও সাবধান। কারণ সেই ওটিপির আড়ালেও থাকতে পারে প্রতারণার ফাঁদ। সেকারণে উপরের নিয়মগুলি মেনে চললে কিছুটা হলেও সুবিধা হতে পারে।