০৪ মে ২০২৫, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ইডির স্ক্যানারে লালুর পরিবার! তেজস্বী যাদবের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ১০ মার্চ ২০২৩, শুক্রবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: এবার লালু পুত্র, বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাড়িতে হানা দিল ইডি। শুক্রবার তার দিল্লির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। এদিন সকাল থেকে দেশের প্রায় ১৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। মূলত জমির বদলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। আর সেই তদন্তের কেন্দ্রে নজরে রয়েছে লালু প্রসাদের পুরো পরিবার।
গত ৭ মার্চ প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবকে দিল্লিতে জেরা করেছে সিবিআই। এর পর তার মেয়ে মিসা ভারতীর বাড়িতে একটানা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিডনির অস্ত্রোপচারের পর থেকে পান্ডারা রোড হাউসে মিসার বাড়িতেই রয়েছেন লালু। বাড়িতে স্ত্রী রাবড়ি দেবীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।