১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝাড়খণ্ডের রামগড়ে অবৈধ কয়লা খনিতে ধস, একজনের মৃত্যু, আটকে পড়ার আশঙ্কা আরও কয়েকজনের

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
  • / 79

পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার ভোরে ঝাড়খণ্ডের রামগড় জেলার কর্মা এলাকায় একটি অবৈধ কয়লা খনিতে ধস নামায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই খনির ভিতরে আরও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন। এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে রামগড়ের কর্মা অঞ্চলে অবস্থিত একটি অবৈধ কয়লা খনিতে হঠাৎ ধস নামে। কুজু পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশুতোষ কুমার সিং জানিয়েছেন, “এখনও পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে আরও কিছু মানুষ ভিতরে আটকে থাকতে পারেন বলে সন্দেহ।”

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই অবৈধ খনি কার্যকলাপে গ্রামবাসীদের একটি বড় অংশ জড়িত, যারা জীবিকার তাগিদে নিয়মিতভাবে অবৈধভাবে কয়লা উত্তোলন করেন।

আরও পড়ুন: হোলি উৎসব: দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত ঝাড়খণ্ডের গিরিডি

শনিবার সকাল থেকেই উদ্ধারকার্য শুরু হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত (এই প্রতিবেদন লেখার সময়) ভিতরে আটকে পড়া কোনও ব্যক্তিকে উদ্ধার করা যায়নি। তবে উদ্ধারকর্মীরা তৎপরভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

রামগড়ের ডেপুটি কমিশনার (ডিসি) ফয়েজ আক আহমেদ মুমতাজ জানান, “শনিবার সকালে আমরা দুর্ঘটনার খবর পাই। দ্রুত একটি প্রশাসনিক তদন্তকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এই ধসের ঘটনায় ঝাড়খণ্ডের অবৈধ কয়লা খনি সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। বহু এলাকায় খোলামেলা কয়লা উত্তোলন চললেও, সেগুলির উপর নজরদারির অভাব স্পষ্ট হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের মতে, জীবিকার অভাবে বহু মানুষ এই ধরনের বেআইনি খনিতে কাজ করতে বাধ্য হন, যার জেরে এই ধরনের প্রাণঘাতী ঘটনা ঘটে চলেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঝাড়খণ্ডের রামগড়ে অবৈধ কয়লা খনিতে ধস, একজনের মৃত্যু, আটকে পড়ার আশঙ্কা আরও কয়েকজনের

আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার ভোরে ঝাড়খণ্ডের রামগড় জেলার কর্মা এলাকায় একটি অবৈধ কয়লা খনিতে ধস নামায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই খনির ভিতরে আরও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন। এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে রামগড়ের কর্মা অঞ্চলে অবস্থিত একটি অবৈধ কয়লা খনিতে হঠাৎ ধস নামে। কুজু পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশুতোষ কুমার সিং জানিয়েছেন, “এখনও পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে আরও কিছু মানুষ ভিতরে আটকে থাকতে পারেন বলে সন্দেহ।”

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই অবৈধ খনি কার্যকলাপে গ্রামবাসীদের একটি বড় অংশ জড়িত, যারা জীবিকার তাগিদে নিয়মিতভাবে অবৈধভাবে কয়লা উত্তোলন করেন।

আরও পড়ুন: হোলি উৎসব: দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত ঝাড়খণ্ডের গিরিডি

শনিবার সকাল থেকেই উদ্ধারকার্য শুরু হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত (এই প্রতিবেদন লেখার সময়) ভিতরে আটকে পড়া কোনও ব্যক্তিকে উদ্ধার করা যায়নি। তবে উদ্ধারকর্মীরা তৎপরভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

রামগড়ের ডেপুটি কমিশনার (ডিসি) ফয়েজ আক আহমেদ মুমতাজ জানান, “শনিবার সকালে আমরা দুর্ঘটনার খবর পাই। দ্রুত একটি প্রশাসনিক তদন্তকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এই ধসের ঘটনায় ঝাড়খণ্ডের অবৈধ কয়লা খনি সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। বহু এলাকায় খোলামেলা কয়লা উত্তোলন চললেও, সেগুলির উপর নজরদারির অভাব স্পষ্ট হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের মতে, জীবিকার অভাবে বহু মানুষ এই ধরনের বেআইনি খনিতে কাজ করতে বাধ্য হন, যার জেরে এই ধরনের প্রাণঘাতী ঘটনা ঘটে চলেছে।