০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাটের কান্দলা বন্দর থেকে বিপুল পরিমাণ মাদক আটক, ধৃত ১

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার
  • / 37

পুবের কলম,ওয়েবডেস্ক: গুজরাটের কাছেই কান্দলা বন্দর থেকে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করল ডিআরআই। ২০৫ কেজি ৬ গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৪৩৯ কোটি টাকা। এই ঘটনায় এক ব্যক্তিকে পঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছে। মাদক ভর্তি কন্টেনারগুলি বন্দরে এখনও পরীক্ষার কাজ চলছে।

গোপন সূত্রে খবর পেয়ে, রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই) ও গুজরাট এটিএস যৌথভাবে অভিযান চালায়। ইরানের বান্দার আব্বাস পোর্ট থেকে উত্তরাখণ্ডের একটি কান্দলা বন্দরে এই বিপুল পরিমাণ মাদক আমদানি করা হচ্ছিল। মাদক রাখা ছিল ১০,৩১৮টি ব্যাগ বা ১৭টি কন্টেনারে। উদ্ধার হওয়া মাদককে ‘জিপসাম পাউডার’ বলে উল্লেখ করেছে ডিআরআই।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

তদন্ত করে ডিআরআই জানায়, ইরানের বান্দার আব্বাস পোর্ট থেকে উত্তরাখণ্ডের গুজরাটের কাছে কান্দলা বন্দরে এই বিপুল পরিমাণ মাদক আমদানি করা হয়। আমদানিকারির খোঁজে তল্লাশি শুরু হয়। চালানে দেওয়া ঠিকানা অনুসারে উত্তরাখণ্ডেও আমদানিকারির খোঁজ চালানো হয়। তবে দেখা যায় চালানে আমদানিকারি উত্তরাখণ্ডে তার রেজিস্টার ঠিকানা দেয়নি। পরে তাকে পঞ্জাবের একটি গ্রাম থেকে খুঁজে বের করা হয়। ধৃতকে গত ২৪ এপ্রিল স্পেশাল ডিউটি আদালতে পেশ করা হয়। আদালত ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে। এবার ডিআরআই অফিসাররা ধৃতকে ভুজের বিচার বিভাগীয় আদালতে হাজির করবে।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

 

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আবহে বীরভূমে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাটের কান্দলা বন্দর থেকে বিপুল পরিমাণ মাদক আটক, ধৃত ১

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: গুজরাটের কাছেই কান্দলা বন্দর থেকে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করল ডিআরআই। ২০৫ কেজি ৬ গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৪৩৯ কোটি টাকা। এই ঘটনায় এক ব্যক্তিকে পঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছে। মাদক ভর্তি কন্টেনারগুলি বন্দরে এখনও পরীক্ষার কাজ চলছে।

গোপন সূত্রে খবর পেয়ে, রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই) ও গুজরাট এটিএস যৌথভাবে অভিযান চালায়। ইরানের বান্দার আব্বাস পোর্ট থেকে উত্তরাখণ্ডের একটি কান্দলা বন্দরে এই বিপুল পরিমাণ মাদক আমদানি করা হচ্ছিল। মাদক রাখা ছিল ১০,৩১৮টি ব্যাগ বা ১৭টি কন্টেনারে। উদ্ধার হওয়া মাদককে ‘জিপসাম পাউডার’ বলে উল্লেখ করেছে ডিআরআই।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

তদন্ত করে ডিআরআই জানায়, ইরানের বান্দার আব্বাস পোর্ট থেকে উত্তরাখণ্ডের গুজরাটের কাছে কান্দলা বন্দরে এই বিপুল পরিমাণ মাদক আমদানি করা হয়। আমদানিকারির খোঁজে তল্লাশি শুরু হয়। চালানে দেওয়া ঠিকানা অনুসারে উত্তরাখণ্ডেও আমদানিকারির খোঁজ চালানো হয়। তবে দেখা যায় চালানে আমদানিকারি উত্তরাখণ্ডে তার রেজিস্টার ঠিকানা দেয়নি। পরে তাকে পঞ্জাবের একটি গ্রাম থেকে খুঁজে বের করা হয়। ধৃতকে গত ২৪ এপ্রিল স্পেশাল ডিউটি আদালতে পেশ করা হয়। আদালত ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে। এবার ডিআরআই অফিসাররা ধৃতকে ভুজের বিচার বিভাগীয় আদালতে হাজির করবে।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

 

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আবহে বীরভূমে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক