২২ জুন ২০২৫, রবিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্ববৃহৎ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 23

পুবের কলম ওয়েব ডেস্কঃ  আমেরিকার হাওয়াই রাজ্যে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়াতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। রবিবার রাতে আগ্নেয়গিরিতে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা  যায়। প্রায় চার দশক পর এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রবিবার গভীর রাতে অগ্নুৎপাত শুরু হয়। কর্মকর্তারা বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি ভূমিকম্পের সতর্কতা দিয়েছেন। হাওয়াইয়ান ভলকানো অবজারভেটরি (এইচভিও) জানিয়েছে, অগ্ন্যুৎপাতের লাভা প্রবাহ দৃশ্যমান হয়েছে।

 

আরও পড়ুন: আজও তাপপ্রবাহের সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

বাতাস আগ্নেয়গিরির গ্যাস এবং সূক্ষ্ম ছাই জনপদের দিকে বয়ে আনতে পারে। এইচভিও জানিয়েছে, লাভা প্রবাহ বর্তমানে শিখর এলাকায় সীমাবদ্ধ রয়েছে। কাছাকাছি কোনও সম্প্রদায় কিংবা জনপদ এখনও হুমকির মুখে পড়েনি। তবে আগাম সতর্কতা জারি করা হয়েছে, যাতে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। মাউনা লোয়ায় শুরু থেকে এখনও পর্যন্ত ৩৩ বার অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়েছে। সর্বশেষ ১৯৮৪ সালে বিস্ফোরণ ঘটেছিল।

আরও পড়ুন: Heat wave, শনি থেকে গরমে নাকাল হবে দক্ষিণবঙ্গ

 

আরও পড়ুন: এক্স-টিকটককে গণতন্ত্র ধ্বংস করতে দেব না: কড়া বার্তা জার্মান প্রেসিডেন্টের

অতীতের ঘটনাবলীর ওপর ভিত্তি করে এইচভিও সতর্ক করেছে, মাউনা লোয়ার অগ্ন্যুৎপাতের প্রাথমিক পর্যায়গুলো খুব গতিশীল হতে পারে। লাভা প্রবাহের অবস্থান এবং অগ্রগতি দ্রুত পরিবর্তন হতে পারে। মাউনা লোয়া পাঁচটি আগ্নেয়গিরির মধ্যে একটি, যার ফলে হাওয়াই দ্বীপ তৈরি হয়েছিল। দ্বীপপুঞ্জের সর্বদক্ষিণে এর অবস্থান। এর পাশেই রয়েছে কিলাউডা আগ্নেয়গিরি। ২০১৮ সালে এর অগ্ন্যুৎপাতে প্রায় ৭০০ বাড়িঘর ধ্বংস হয়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সর্ববৃহৎ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  আমেরিকার হাওয়াই রাজ্যে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়াতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। রবিবার রাতে আগ্নেয়গিরিতে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা  যায়। প্রায় চার দশক পর এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রবিবার গভীর রাতে অগ্নুৎপাত শুরু হয়। কর্মকর্তারা বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি ভূমিকম্পের সতর্কতা দিয়েছেন। হাওয়াইয়ান ভলকানো অবজারভেটরি (এইচভিও) জানিয়েছে, অগ্ন্যুৎপাতের লাভা প্রবাহ দৃশ্যমান হয়েছে।

 

আরও পড়ুন: আজও তাপপ্রবাহের সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

বাতাস আগ্নেয়গিরির গ্যাস এবং সূক্ষ্ম ছাই জনপদের দিকে বয়ে আনতে পারে। এইচভিও জানিয়েছে, লাভা প্রবাহ বর্তমানে শিখর এলাকায় সীমাবদ্ধ রয়েছে। কাছাকাছি কোনও সম্প্রদায় কিংবা জনপদ এখনও হুমকির মুখে পড়েনি। তবে আগাম সতর্কতা জারি করা হয়েছে, যাতে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। মাউনা লোয়ায় শুরু থেকে এখনও পর্যন্ত ৩৩ বার অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়েছে। সর্বশেষ ১৯৮৪ সালে বিস্ফোরণ ঘটেছিল।

আরও পড়ুন: Heat wave, শনি থেকে গরমে নাকাল হবে দক্ষিণবঙ্গ

 

আরও পড়ুন: এক্স-টিকটককে গণতন্ত্র ধ্বংস করতে দেব না: কড়া বার্তা জার্মান প্রেসিডেন্টের

অতীতের ঘটনাবলীর ওপর ভিত্তি করে এইচভিও সতর্ক করেছে, মাউনা লোয়ার অগ্ন্যুৎপাতের প্রাথমিক পর্যায়গুলো খুব গতিশীল হতে পারে। লাভা প্রবাহের অবস্থান এবং অগ্রগতি দ্রুত পরিবর্তন হতে পারে। মাউনা লোয়া পাঁচটি আগ্নেয়গিরির মধ্যে একটি, যার ফলে হাওয়াই দ্বীপ তৈরি হয়েছিল। দ্বীপপুঞ্জের সর্বদক্ষিণে এর অবস্থান। এর পাশেই রয়েছে কিলাউডা আগ্নেয়গিরি। ২০১৮ সালে এর অগ্ন্যুৎপাতে প্রায় ৭০০ বাড়িঘর ধ্বংস হয়েছিল।