২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বুতেফ্লিকা আর নেই

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার
  • / 44

পুবের কলম, ওয়েবডেস্কঃ আলজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…)। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে এই সংবাদ প্রকাশ করা হয়। গণবিক্ষোভ ও সেনাবাহিনীর চাপে দু’বছর আগে বুতেফ্লিকা পদত্যাগ করেছিলেন। ২০১৯ সালের এপ্রিলে পদত্যাগ করার আগে উত্তর আফ্রিকার দেশটিকে ২ দশক শাসন করেছিলেন বুতেফ্লিকা। তিনি পঞ্চম মেয়াদে প্রতিন্দ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করলেও আন্দোলনের মুখে সরে দাঁড়াতে বাধ্য হন।

২০১৩ সালে স্ট্রোক হওয়ার পর থেকে জনসম্মুখে তেমন দেখা যেত না বুতেফ্লিকাকে। স্ট্রোকের ফলে সাবলীলভাবে কথা বলতে পারতেন না তিনি। এমনকী সক্রিয়তার সঙ্গে কাজকর্মও করতে পারতেন না। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বুতেফ্লিকা। এরপর ১৯৯৯ সালে দেশটিতে ভয়াবহ গৃহযুদ্ধে মারা যায় প্রায় ২ লক্ষ লোক। পরে সেনাবাহিনীর আহ্বানে প্রেসিডেন্ট হন বুতেফ্লিকা। বুতেফ্লিকার রাজনৈতিক জীবন শুরু হয় খুব কম বয়সে। ১৯৬২ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পায় আলজেরিয়া। এরপর পৃথিবীর সবচেয়ে কনিষ্ঠ মন্ত্রী হন তিনি। তার এই রেকর্ড এখনও অক্ষত রয়েছে।

বিংশ শতাব্দীর মাঝামাঝিতে তিনি দায়িত্ব নেন আলজেরিয়ার বিদেশমন্ত্রীর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বুতেফ্লিকা আর নেই

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আলজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…)। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে এই সংবাদ প্রকাশ করা হয়। গণবিক্ষোভ ও সেনাবাহিনীর চাপে দু’বছর আগে বুতেফ্লিকা পদত্যাগ করেছিলেন। ২০১৯ সালের এপ্রিলে পদত্যাগ করার আগে উত্তর আফ্রিকার দেশটিকে ২ দশক শাসন করেছিলেন বুতেফ্লিকা। তিনি পঞ্চম মেয়াদে প্রতিন্দ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করলেও আন্দোলনের মুখে সরে দাঁড়াতে বাধ্য হন।

২০১৩ সালে স্ট্রোক হওয়ার পর থেকে জনসম্মুখে তেমন দেখা যেত না বুতেফ্লিকাকে। স্ট্রোকের ফলে সাবলীলভাবে কথা বলতে পারতেন না তিনি। এমনকী সক্রিয়তার সঙ্গে কাজকর্মও করতে পারতেন না। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বুতেফ্লিকা। এরপর ১৯৯৯ সালে দেশটিতে ভয়াবহ গৃহযুদ্ধে মারা যায় প্রায় ২ লক্ষ লোক। পরে সেনাবাহিনীর আহ্বানে প্রেসিডেন্ট হন বুতেফ্লিকা। বুতেফ্লিকার রাজনৈতিক জীবন শুরু হয় খুব কম বয়সে। ১৯৬২ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পায় আলজেরিয়া। এরপর পৃথিবীর সবচেয়ে কনিষ্ঠ মন্ত্রী হন তিনি। তার এই রেকর্ড এখনও অক্ষত রয়েছে।

বিংশ শতাব্দীর মাঝামাঝিতে তিনি দায়িত্ব নেন আলজেরিয়ার বিদেশমন্ত্রীর।