মরহুম হাফেজ আমিনুল ইসলামের কবর জিয়ারতে মন্ত্রী সিদ্দিকুল্লাহ

- আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, সোমবার
- / 4
রফিকুল হাসান, শাসন: সম্প্রতি ইন্তেকাল করেছেন উত্তর চব্বিশ পরগনা জেলার খড়িবাড়ির মহিষগদি ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মুহাম্মদ আমিনুল ইসলাম সাহেব। সোমবার মরহুমের আমিনপুরের পাকদহের বাড়িতে সমবেদনা জানাতে আসেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন তিনি মরহুমের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করে আল্লাহর দরবারে দোয়া চান। মন্ত্রীর সঙ্গে ছিলেন মাওলানা সাহাদাত সাহেব, দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবদুল হাই সহ জমিয়তের নেতৃত্ব। মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী বলেন মরহুম হাফেজ আমিনুল ইসলাম সাহেব জমিয়তের অনেক পুরানো লোক। তাঁর হাত দিয়ে বহু ছেলে হাফেজ হয়েছেন। আল্লাহ তাঁর এই খিদমতকে কবুল করুন। তিনি যখন ইন্তেকাল করেন তখন আমি ওমরাহ সফরে ছিলাম তাই আসতে পারে নি। হাফেজ সাহেব খুব গুণী মানুষ ছিলেন।
মরহুম হাফেজ আমিনুল ইসলাম সাহেবের এক প্রাক্তন ছাত্র হাফেজ নাজমুল ইসলাম বলেন, বেশ কিছু দিন আগে আমাদের প্রিয় হাফেজ সাহেব হুজুর মাদ্রাসার সম্মুখে পড়ে গিয়েছিলেন। তারপর থেকে কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। হুজুরের হাত দিয়ে বহু ছেলে আজ হাফেজ হয়ে সমাজে সমাদৃত, আজ হুজুরের ছাত্ররা অনেকে হাফেজ মাওলানা হয়ে বহু প্রতিষ্ঠিত নামকরা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আল্লাহ হুজুরের এই খিদমতকে কবুল করুন বলে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।