১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অল ইন্ডিয়া মুসলিম মজলিশ-ই-মুশাওয়ারাতের নতুন সভাপতি নির্বাচিত হলেন আইনজীবী ফিরোজ আনসারি

সামিমা এহসানা
  • আপডেট : ৩ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 35

পুবের কলম ওয়েব ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম মজলিশ-ই-মুশাওয়ারাতের (এআইএমএমএম) নতুন সভাপতি নির্বাচিত হলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ফিরোজ আনসারি। একমাস আগেই ফিরোজ আনসারি অল ইন্ডিয়া মোমিন কনফারেন্সের সভাপতির পদ অলঙ্কৃত করেছেন। আগামী ৫ বছর সভাপতির পদ সামলাবেন তিনি।

এর আগে এআইএমএমএম এর সভাপতি ছিলেন, প্রফেসর ড. বাসির আহমদ খান। এর আগেও আইনজীবী ফিরোজ আনসারি ভারতীয় মুসলিমদের সমস্যার কথা বিভিন্ন মঞ্চে তুলে ধরেছেন। সম্প্রতি মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে ভারতীয় মুসলিমদের সমস্যার কথা তুলে ধরেন তিনি। বিশেষ করে মুসলিম তাঁতিদের সমস্যাগুলি চিহ্নিত করেছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর ফিরোজ বলেছেন, সংগঠনটিকে শক্তিশালী করতে ও ভারতীয় মুসলিমদের অমীমাংসিত সমস্যাগুলি সমাধানের প্রচেষ্টা করবেন তিনি। ভারতীয় মুসলিমদের উন্নয়নের পক্ষে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য হবে বলে মন্তব্য করেন ফিরোজ।

উল্লেখ্য, অল ইন্ডিয়া মুসলিম মজলিশ-ই-মুশাওয়ারাত লখনউতে ১৯৬৪ সালে পথ চলা শুরু করে। ভারতের বিভিন্ন ইসলামিক সংগঠনগুলি এই সংস্থার সঙ্গে মিলে কাজ করে। ভারতীয় মুসলিমদের সমস্যা ও অগ্রগতির তদারকি করে মজলিশ-ই-মুশাওয়ারাত। ভারতের গুরুত্বপূর্ণ মুসলিম ব্যক্তিত্বরা এই সংগঠনের সদস্য ছিলেন। সৈয়দ আবুল হাসান আলি নাদভি, সৈয়দ মাহমুদ, সৈয়দ সাহাবুদ্দিন, ড. জাফারুল ইসলাম খান এই সংগঠনের সদস্য ছিলেন। এই সংস্থার মোট সদস্য সংখ্যা ১৩৯। পশ্চিমবঙ্গ থেকে মহঃ হারুনুর রশিদ এই সংস্থার এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অল ইন্ডিয়া মুসলিম মজলিশ-ই-মুশাওয়ারাতের নতুন সভাপতি নির্বাচিত হলেন আইনজীবী ফিরোজ আনসারি

আপডেট : ৩ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম মজলিশ-ই-মুশাওয়ারাতের (এআইএমএমএম) নতুন সভাপতি নির্বাচিত হলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ফিরোজ আনসারি। একমাস আগেই ফিরোজ আনসারি অল ইন্ডিয়া মোমিন কনফারেন্সের সভাপতির পদ অলঙ্কৃত করেছেন। আগামী ৫ বছর সভাপতির পদ সামলাবেন তিনি।

এর আগে এআইএমএমএম এর সভাপতি ছিলেন, প্রফেসর ড. বাসির আহমদ খান। এর আগেও আইনজীবী ফিরোজ আনসারি ভারতীয় মুসলিমদের সমস্যার কথা বিভিন্ন মঞ্চে তুলে ধরেছেন। সম্প্রতি মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে ভারতীয় মুসলিমদের সমস্যার কথা তুলে ধরেন তিনি। বিশেষ করে মুসলিম তাঁতিদের সমস্যাগুলি চিহ্নিত করেছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর ফিরোজ বলেছেন, সংগঠনটিকে শক্তিশালী করতে ও ভারতীয় মুসলিমদের অমীমাংসিত সমস্যাগুলি সমাধানের প্রচেষ্টা করবেন তিনি। ভারতীয় মুসলিমদের উন্নয়নের পক্ষে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য হবে বলে মন্তব্য করেন ফিরোজ।

উল্লেখ্য, অল ইন্ডিয়া মুসলিম মজলিশ-ই-মুশাওয়ারাত লখনউতে ১৯৬৪ সালে পথ চলা শুরু করে। ভারতের বিভিন্ন ইসলামিক সংগঠনগুলি এই সংস্থার সঙ্গে মিলে কাজ করে। ভারতীয় মুসলিমদের সমস্যা ও অগ্রগতির তদারকি করে মজলিশ-ই-মুশাওয়ারাত। ভারতের গুরুত্বপূর্ণ মুসলিম ব্যক্তিত্বরা এই সংগঠনের সদস্য ছিলেন। সৈয়দ আবুল হাসান আলি নাদভি, সৈয়দ মাহমুদ, সৈয়দ সাহাবুদ্দিন, ড. জাফারুল ইসলাম খান এই সংগঠনের সদস্য ছিলেন। এই সংস্থার মোট সদস্য সংখ্যা ১৩৯। পশ্চিমবঙ্গ থেকে মহঃ হারুনুর রশিদ এই সংস্থার এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।