৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির সাম্প্রদায়িক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি সংখ্যালঘু কমিশনের দুই প্রাক্তন চেয়ারম্যানের

নয়াদিল্লি: দিল্লির সংখ্যালঘু কমিশনের দুই প্রাক্তন চেয়ারম্যান কামাল ফারুকী ও ড. জাফারুল ইসলাম খান দিল্লির দ্রুত অবনতিশীল সাম্প্রদায়িক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজিলকে একটি চিঠি লিখেছেন। ডিএমসির এই দুই প্রাক্তন চেয়ারম্যান তাদের যৌথ চিঠিতে বলেছেন যে, যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয় তবে সাম্প্রতিককালে ঘটা ঘৃণ্য ঘটনাগুলি এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঘটেছিল৷ যা আমাদের শহরকে ধ্বংস করে দিয়েছিল৷ ড. জাফারুল ইসলাম খান ও ফারুকী তাদের যৌথ চিঠিতে দিল্লির সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেছেন৷ যেমন যন্তর -মন্তরে বিক্ষোভ, যেখানে মুসলমানদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল৷ উগ্র সাম্প্রদায়িক মানুষজন মুসলিমবিরোধী স্লোগান দেয় বলেও অভিযোগ৷
এক স্বঘোষিত হিন্দুত্ববাদী রাস্তায় একজন মুসলমানের সঙ্গে দুর্ব্যবহার করে৷ যন্তরমন্তরে ইসলামের নবী ও মুসলমানদেরকে গালিগালাজ করা হয়৷ তবুও তাকে পুলিশ গ্রেফতার করেনি৷ কিছু স্থানীয় লোক দ্বারকায় একটি প্রস্তাবিত হজ হাউস ইস্যুতে সাম্প্রদায়িকতার পরিবেশ সৃষ্টি করে এভাবেই৷ এর আগে একই এলাকায় মসজিদে যাওয়ার পথে মুসল্লিদের উপর হামলা করে একদল উগ্রপন্থী৷ রোহিনীর সেক্টর ২৫ -এ দরগাগের মাদাদ আলী শাহকে অপমান করার চেষ্টা করে৷ দরগাহের কাছে হিন্দু ধর্মীয় অনুষ্ঠান করার মাধ্যমে উস্কানি দেওয়ার চেষ্টা হয়৷ এমনকি দরগাহের তত্ত্বাবধায়ক আকিল আহমদকে হুমকি দেয় যে আগামী দশ দিনের মধ্যে মাজারটি খালি করে দিতে হবে৷ এইসব ঘটনা উল্লেখ করে ডিএমসির প্রাক্তন চেয়ারম্যানরা লেফটেন্যান্ট গভর্নরের কাছে তাদের যৌথ চিঠিতে বলেন, এটা আমাদের আন্তরিক অনুরোধ–এই ধরনের ঘটনাকে নিয়ন্ত্রণ করা হোক কড়া হাতে৷ না হলে এমন পরিবেশ আমাদের ধর্মনিরপেক্ষ রাজনীতি ও শান্তিকে ক্ষতিগ্রস্ত করবে এবং বিশ্বের চোখে আমাদের লজ্জিত করে তুলবে৷

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির সাম্প্রদায়িক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি সংখ্যালঘু কমিশনের দুই প্রাক্তন চেয়ারম্যানের

আপডেট : ১৪ অগাস্ট ২০২১, শনিবার

নয়াদিল্লি: দিল্লির সংখ্যালঘু কমিশনের দুই প্রাক্তন চেয়ারম্যান কামাল ফারুকী ও ড. জাফারুল ইসলাম খান দিল্লির দ্রুত অবনতিশীল সাম্প্রদায়িক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজিলকে একটি চিঠি লিখেছেন। ডিএমসির এই দুই প্রাক্তন চেয়ারম্যান তাদের যৌথ চিঠিতে বলেছেন যে, যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয় তবে সাম্প্রতিককালে ঘটা ঘৃণ্য ঘটনাগুলি এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঘটেছিল৷ যা আমাদের শহরকে ধ্বংস করে দিয়েছিল৷ ড. জাফারুল ইসলাম খান ও ফারুকী তাদের যৌথ চিঠিতে দিল্লির সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেছেন৷ যেমন যন্তর -মন্তরে বিক্ষোভ, যেখানে মুসলমানদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল৷ উগ্র সাম্প্রদায়িক মানুষজন মুসলিমবিরোধী স্লোগান দেয় বলেও অভিযোগ৷
এক স্বঘোষিত হিন্দুত্ববাদী রাস্তায় একজন মুসলমানের সঙ্গে দুর্ব্যবহার করে৷ যন্তরমন্তরে ইসলামের নবী ও মুসলমানদেরকে গালিগালাজ করা হয়৷ তবুও তাকে পুলিশ গ্রেফতার করেনি৷ কিছু স্থানীয় লোক দ্বারকায় একটি প্রস্তাবিত হজ হাউস ইস্যুতে সাম্প্রদায়িকতার পরিবেশ সৃষ্টি করে এভাবেই৷ এর আগে একই এলাকায় মসজিদে যাওয়ার পথে মুসল্লিদের উপর হামলা করে একদল উগ্রপন্থী৷ রোহিনীর সেক্টর ২৫ -এ দরগাগের মাদাদ আলী শাহকে অপমান করার চেষ্টা করে৷ দরগাহের কাছে হিন্দু ধর্মীয় অনুষ্ঠান করার মাধ্যমে উস্কানি দেওয়ার চেষ্টা হয়৷ এমনকি দরগাহের তত্ত্বাবধায়ক আকিল আহমদকে হুমকি দেয় যে আগামী দশ দিনের মধ্যে মাজারটি খালি করে দিতে হবে৷ এইসব ঘটনা উল্লেখ করে ডিএমসির প্রাক্তন চেয়ারম্যানরা লেফটেন্যান্ট গভর্নরের কাছে তাদের যৌথ চিঠিতে বলেন, এটা আমাদের আন্তরিক অনুরোধ–এই ধরনের ঘটনাকে নিয়ন্ত্রণ করা হোক কড়া হাতে৷ না হলে এমন পরিবেশ আমাদের ধর্মনিরপেক্ষ রাজনীতি ও শান্তিকে ক্ষতিগ্রস্ত করবে এবং বিশ্বের চোখে আমাদের লজ্জিত করে তুলবে৷