০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুরুলিয়ার সূঁচ দিয়ে শিশুহত্যার ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 57

পুবের কলম ওয়েব ডেস্কঃ  শিশুর মা এবং তার প্রেমিকের ষড়যন্ত্রে খুন হয়েছিল সাড়ে ৩ বছরের শিশু। ২০১৭ সালে পুরুলিয়ার মফস্সল থানার নদিয়াড়া গ্রামের বাসিন্দা মঙ্গলা গোস্বামীর সাড়ে তিন বছরের শিশুকন্যার শরীরে সুচ ফুটিয়ে দেয় তার প্রেমিক সনাতন গোস্বামী (ঠাকুর)। নৃশংস এই ঘটনার কিছুদিন পর কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিল মঙ্গলা গোস্বামী ও সনাতন গোস্বামী। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর পুরুলিয়ার জেলা দায়রা আদালতের বিচারক দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।

 

আরও পড়ুন: বিয়ের একমাসের মাথায় ‘খুন’ স্বামী, সন্দেহের তির স্ত্রী দিকে, পরকীয়া না অন্যকিছু তদন্তে পুলিশ

এদিকে, বৃহস্পতিবার শিশু-হত্যার ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের নির্দেশ রদ করল কলকাতা হাই কোর্ট। পুরুলিয়া জেলা আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করা হয়। তারই রায় দান হয় বৃহস্পতিবার।মৃত্যুদণ্ডের বদলে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাই কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ৩০ বছর পর্যন্ত জামিনের জন্য আবেদন করতে পারবেন না দোষীরা।

আরও পড়ুন: ৩ বছরের সন্তানকে নৃশংসভাবে খুন করল বাবা

 

আরও পড়ুন: টমেটোর দর ১ টাকা কেজি, উৎপাদন খরচও উঠছে না কৃষকদের

অভিযোগ ছিল, শিশুটির মা এবং এক স্থানীয় ওঝা শিশুটির শরীরের বিভিন্ন অঙ্গে সূচ বিধিয়ে তার উপর অত্যাচার চালানো হয়েছিল। যার জেরে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয়। জেলা আদালতে এই ঘটনায় নিহত শিশুর মা মঙ্গলা গোস্বামী এবং ওঝা সনাতন গোস্বামী (ঠাকুর)কে দোষী সাব্যস্ত করে।

পুরুলিয়ার আদালত তাদের ফাঁসির সাজাও দেয়। বৃহস্পতিবার সেই নির্দেশই রদ করল কলকাতা হাই কোর্ট।

 

উল্লেখ্য, দোষীরা জেলা আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করেছিলেন কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি বিভাসরঞ্জন দে-র ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি। তারাই দোষী মঙ্গলা এবং সনাতনের ফাসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই সঙ্গে জানিয়ে দেন, দোষীরা জেল থেকে মুক্তি পাওয়ার জন্য আগামী ৩০ বছর পর্যন্ত জামিনের আবেদন করতে পারবেন না।

 

প্রসঙ্গত,হাসপাতালে এক্সরে-তে দেখা গিয়েছিল, শিশুটির শরীরের বিভিন্ন অঙ্গে ৭টি সুচ ফুটে রয়েছে। পরে ময়নাতদন্তে জানা যায়, শিশুটির পাঁজরে, তলপেটে ও যৌনাঙ্গে সুচ ফোটানো হয়েছিল। এবং তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করার ন’দিনের মধ্যে তার মৃত্যু হয়।

 

ঘটনায় ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর চার্জশিট পেশ করা হয়। পুলিশের পেশ করা তথ্যপ্রমাণ ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে মৃত্যুদণ্ডের সাজা দেয় পুরুলিয়া জেলা আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করা হলে তারই রায় দান হয় বৃহস্পতিবার।

  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরুলিয়ার সূঁচ দিয়ে শিশুহত্যার ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

আপডেট : ২৫ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  শিশুর মা এবং তার প্রেমিকের ষড়যন্ত্রে খুন হয়েছিল সাড়ে ৩ বছরের শিশু। ২০১৭ সালে পুরুলিয়ার মফস্সল থানার নদিয়াড়া গ্রামের বাসিন্দা মঙ্গলা গোস্বামীর সাড়ে তিন বছরের শিশুকন্যার শরীরে সুচ ফুটিয়ে দেয় তার প্রেমিক সনাতন গোস্বামী (ঠাকুর)। নৃশংস এই ঘটনার কিছুদিন পর কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিল মঙ্গলা গোস্বামী ও সনাতন গোস্বামী। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর পুরুলিয়ার জেলা দায়রা আদালতের বিচারক দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।

 

আরও পড়ুন: বিয়ের একমাসের মাথায় ‘খুন’ স্বামী, সন্দেহের তির স্ত্রী দিকে, পরকীয়া না অন্যকিছু তদন্তে পুলিশ

এদিকে, বৃহস্পতিবার শিশু-হত্যার ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের নির্দেশ রদ করল কলকাতা হাই কোর্ট। পুরুলিয়া জেলা আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করা হয়। তারই রায় দান হয় বৃহস্পতিবার।মৃত্যুদণ্ডের বদলে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাই কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ৩০ বছর পর্যন্ত জামিনের জন্য আবেদন করতে পারবেন না দোষীরা।

আরও পড়ুন: ৩ বছরের সন্তানকে নৃশংসভাবে খুন করল বাবা

 

আরও পড়ুন: টমেটোর দর ১ টাকা কেজি, উৎপাদন খরচও উঠছে না কৃষকদের

অভিযোগ ছিল, শিশুটির মা এবং এক স্থানীয় ওঝা শিশুটির শরীরের বিভিন্ন অঙ্গে সূচ বিধিয়ে তার উপর অত্যাচার চালানো হয়েছিল। যার জেরে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয়। জেলা আদালতে এই ঘটনায় নিহত শিশুর মা মঙ্গলা গোস্বামী এবং ওঝা সনাতন গোস্বামী (ঠাকুর)কে দোষী সাব্যস্ত করে।

পুরুলিয়ার আদালত তাদের ফাঁসির সাজাও দেয়। বৃহস্পতিবার সেই নির্দেশই রদ করল কলকাতা হাই কোর্ট।

 

উল্লেখ্য, দোষীরা জেলা আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করেছিলেন কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি বিভাসরঞ্জন দে-র ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি। তারাই দোষী মঙ্গলা এবং সনাতনের ফাসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই সঙ্গে জানিয়ে দেন, দোষীরা জেল থেকে মুক্তি পাওয়ার জন্য আগামী ৩০ বছর পর্যন্ত জামিনের আবেদন করতে পারবেন না।

 

প্রসঙ্গত,হাসপাতালে এক্সরে-তে দেখা গিয়েছিল, শিশুটির শরীরের বিভিন্ন অঙ্গে ৭টি সুচ ফুটে রয়েছে। পরে ময়নাতদন্তে জানা যায়, শিশুটির পাঁজরে, তলপেটে ও যৌনাঙ্গে সুচ ফোটানো হয়েছিল। এবং তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করার ন’দিনের মধ্যে তার মৃত্যু হয়।

 

ঘটনায় ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর চার্জশিট পেশ করা হয়। পুলিশের পেশ করা তথ্যপ্রমাণ ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে মৃত্যুদণ্ডের সাজা দেয় পুরুলিয়া জেলা আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করা হলে তারই রায় দান হয় বৃহস্পতিবার।