০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আদালতের নির্দেশে ভেঙে ফেলতে হচ্ছে মেসির ২৮০ কোটির হোটেল

মাসুদ আলি
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 89

পুবের কলম ওয়েবডেস্ক : কেরিয়ারে সপ্তম ব্যালন ডি’অর জিতলেও, মোটের ওপর সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। ব্যালন ডি’অর নিয়ে পিএসজি ভক্তদের সামনে হাজির হওয়ার রাতে নিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তাঁর দল।এবার তার ৩০০ কোটি টাকার হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পেনের আদালত।

লিও মেসির জীবনের বেশির ভাগ সময় বার্সেলোনাতেই। ২১ বছর যে শহরে কাটিয়েছেন, অসংখ্য স্মৃতিচিহ্ন রেখে এসেছেন  সেই শহরে। স্বাভাবিকভাবে সেখানে বেড়েছে তার ব্যবসাও।মেসির বিশাল অঙ্কের অর্থ অর্জনের অন্যতম অবলম্বন হোটেল ব্যবসা। স্পেনের বিভিন্ন শহরে রয়েছে তাঁর বেশ কয়েকটি হোটেল। সেগুলির মধ্যে একটি ‘মিম সিটগেস’ হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পেনের আদালত। ৭৭টি বেডরুম বিশিষ্ট চার তারকা হোটেলটি বার্সেলোনা শহরে মানদণ্ড মেনে তৈরি করা হয়নি বলেই অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: মেসি ম্যাচের টিকিট বিক্রি ৮ অক্টোবর থেকে

২০১৭ সালে ‘ম্যাজেস্টিক গ্রুপ’ নামে একটি রিয়েল এস্টেট কোম্পানি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০ ফুট ওপরে সেই হোটেলটি নির্মাণ করেছিল। এতে মেসি ২৬ মিলিয়ন পাউন্ড (প্রায় ২৮০ কোটি টাকা) বিনিয়োগ করেছিলেন। জানা গিয়েছে,  মেসির ‘মিম সিটগেস’ হোটেল রুমের বারান্দাগুলো অনেক বড়। অথচ পুরো ভিত এগুলোর ওপর দাঁড়িয়ে। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ঠিক নেই। নির্মাণ নীতি (বিল্ডিং কোড) না মানায় বার্সেলোনার টাউন হল ভবনও ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: Lionel Messi: নভেম্বরে ভারত সফর নিশ্চিত মেসির, কেরলে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা

আরও পড়ুন: লিওনেল মেসির বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনে তোলপাড় বিশ্ব ফুটবলে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আদালতের নির্দেশে ভেঙে ফেলতে হচ্ছে মেসির ২৮০ কোটির হোটেল

আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : কেরিয়ারে সপ্তম ব্যালন ডি’অর জিতলেও, মোটের ওপর সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। ব্যালন ডি’অর নিয়ে পিএসজি ভক্তদের সামনে হাজির হওয়ার রাতে নিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তাঁর দল।এবার তার ৩০০ কোটি টাকার হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পেনের আদালত।

লিও মেসির জীবনের বেশির ভাগ সময় বার্সেলোনাতেই। ২১ বছর যে শহরে কাটিয়েছেন, অসংখ্য স্মৃতিচিহ্ন রেখে এসেছেন  সেই শহরে। স্বাভাবিকভাবে সেখানে বেড়েছে তার ব্যবসাও।মেসির বিশাল অঙ্কের অর্থ অর্জনের অন্যতম অবলম্বন হোটেল ব্যবসা। স্পেনের বিভিন্ন শহরে রয়েছে তাঁর বেশ কয়েকটি হোটেল। সেগুলির মধ্যে একটি ‘মিম সিটগেস’ হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পেনের আদালত। ৭৭টি বেডরুম বিশিষ্ট চার তারকা হোটেলটি বার্সেলোনা শহরে মানদণ্ড মেনে তৈরি করা হয়নি বলেই অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: মেসি ম্যাচের টিকিট বিক্রি ৮ অক্টোবর থেকে

২০১৭ সালে ‘ম্যাজেস্টিক গ্রুপ’ নামে একটি রিয়েল এস্টেট কোম্পানি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০ ফুট ওপরে সেই হোটেলটি নির্মাণ করেছিল। এতে মেসি ২৬ মিলিয়ন পাউন্ড (প্রায় ২৮০ কোটি টাকা) বিনিয়োগ করেছিলেন। জানা গিয়েছে,  মেসির ‘মিম সিটগেস’ হোটেল রুমের বারান্দাগুলো অনেক বড়। অথচ পুরো ভিত এগুলোর ওপর দাঁড়িয়ে। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ঠিক নেই। নির্মাণ নীতি (বিল্ডিং কোড) না মানায় বার্সেলোনার টাউন হল ভবনও ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: Lionel Messi: নভেম্বরে ভারত সফর নিশ্চিত মেসির, কেরলে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা

আরও পড়ুন: লিওনেল মেসির বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনে তোলপাড় বিশ্ব ফুটবলে