১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জোটার

ইমামা খাতুন
  • আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 91

পুবের কলম ওয়েবডেস্ক: শোকার্ত এক দিনের সাক্ষী থাকল বিশ্ব ফুটবল। লিভারপুল উইঙ্গার দিয়েগো জোটা আর নেই। বৃহস্পতিবার স্পেনের জামোরায় গাড়ি দুর্ঘটনায় ফুটবলের অগুন্তি ভক্তকে কাঁদিয়ে প্রয়াত হলেন ২৮ বছরের এই পর্তুগীজ ফুটবলার।

জামোরানা প্রদেশের সামারানার কাছে জামোরা কিছুটা উঁচু এলাকা। আর সেই এলাকায় নিজের বিলাসবহুল ল্যাম্বারগিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন জোটা। সঙ্গে ছিলেন তাঁর ভাই আন্দ্রে। সানাব্রিয়ার কাছে রাস্তায় দ্রুতগতিতে গাড়িটি ছিটকে পড়ে ও তাতে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। এমনকি আশে পাশের গাছপালাতেও আগুন ধরে যায়। গাড়িতেই ঝলসে যান পর্তুগীজ ফুটবলার দিয়াগো  জোটা ও তাঁর ভাই আন্দ্রে। তাঁদের দুজনকেই হাসপাতালে নিয়ে গেলেও আর কিছুই করার ছিল না। কারণ তাঁর আগেই প্রাণ হারিয়েছেন দিয়েগো ও তাঁর ভাই আন্দ্রে।

তিনি পর্তুগালের জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গী ছিলেন। পর্তুগালের প্রথম একাদশের নিয়মিত সদস্যও তিনি। গত বিশ্বকাপেও রোনাল্ডোদের সঙ্গে আসাধারণ পারফরম্যান্স করেন দিয়েগো জোটা। ২০১৬ সালে ফেরেরা থেকে তিনি যোগ দেন অ্যাতলেটিকো মাদ্রিদে। কিন্তু কিছুদিনের মধ্যে লোনে তাঁকে নিয়ে নেয় তাঁর নিজের দেশ পর্তুগালের প্রথম সারির ক্লাব এফসি পোর্তো। অ্যাতলেটিকো মাদ্রিদে তাঁর অভিষেকই হয়নি। পোর্তো থেকে লোনে চলে যান ওয়ানডেরার্সসে। এরপরে ২০২০ সালে তিনি আসেন লিভারপুলে। ১৮২ টি ম্যাচ তিনি লিভারপুলের হয়ে খেলেছেন। গোল করেছেন ৬৫টি। অর রেডসদের হয়ে ২৬টি গোলে তাঁর অ্যাসিস্ট রয়েছে।

আরও পড়ুন: ভাঙড়ে মহরমের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মালবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর

এই পাঁচ বছরে লিভারপুলের হয়ে তিনি জিতেছেন একটি প্রিমিয়ার লিগ, একটি লিগ কাপ ও একটি এফএ কাপ। পর্তুগালের জাতীয় দলের হয়ে ৪৯ টা ম্যাচ খেলে ১৪টা গোল করেছেন। পর্তুগালের ইউরো জয়ের সাক্ষী থাকতে না পারলেও দেশের হয়ে সদ্য জিতেছেন নেসন্স লিগ। গত ২২ জুন ১৫ বছরের দীর্ঘ সময়ের বান্ধবী রুতে কার্দোসোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিয়েগো জোটা।

আরও পড়ুন: ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালের রাস্তা পরিষ্কার রাখল লিভারপুল

তাঁদের তিন সন্তানও রয়েছে। জোটার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রী কার্দোসো তাঁদের বিয়ের মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, ‘এই দিনটি আমি কোনওদিনই ভুলব না।’ বিয়ের মাত্র ১১দিনেই জীবন থেকে অতীত হয়ে গেলেন পর্তুগীজ ফটবলের অন্যতম তারকা দিয়েগো জোটা। প্রয়াত হওয়া দিয়েগোর ভাই আন্দ্রেও একজন পেশাদার ফুটবলার।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জোটার

আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: শোকার্ত এক দিনের সাক্ষী থাকল বিশ্ব ফুটবল। লিভারপুল উইঙ্গার দিয়েগো জোটা আর নেই। বৃহস্পতিবার স্পেনের জামোরায় গাড়ি দুর্ঘটনায় ফুটবলের অগুন্তি ভক্তকে কাঁদিয়ে প্রয়াত হলেন ২৮ বছরের এই পর্তুগীজ ফুটবলার।

জামোরানা প্রদেশের সামারানার কাছে জামোরা কিছুটা উঁচু এলাকা। আর সেই এলাকায় নিজের বিলাসবহুল ল্যাম্বারগিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন জোটা। সঙ্গে ছিলেন তাঁর ভাই আন্দ্রে। সানাব্রিয়ার কাছে রাস্তায় দ্রুতগতিতে গাড়িটি ছিটকে পড়ে ও তাতে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। এমনকি আশে পাশের গাছপালাতেও আগুন ধরে যায়। গাড়িতেই ঝলসে যান পর্তুগীজ ফুটবলার দিয়াগো  জোটা ও তাঁর ভাই আন্দ্রে। তাঁদের দুজনকেই হাসপাতালে নিয়ে গেলেও আর কিছুই করার ছিল না। কারণ তাঁর আগেই প্রাণ হারিয়েছেন দিয়েগো ও তাঁর ভাই আন্দ্রে।

তিনি পর্তুগালের জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গী ছিলেন। পর্তুগালের প্রথম একাদশের নিয়মিত সদস্যও তিনি। গত বিশ্বকাপেও রোনাল্ডোদের সঙ্গে আসাধারণ পারফরম্যান্স করেন দিয়েগো জোটা। ২০১৬ সালে ফেরেরা থেকে তিনি যোগ দেন অ্যাতলেটিকো মাদ্রিদে। কিন্তু কিছুদিনের মধ্যে লোনে তাঁকে নিয়ে নেয় তাঁর নিজের দেশ পর্তুগালের প্রথম সারির ক্লাব এফসি পোর্তো। অ্যাতলেটিকো মাদ্রিদে তাঁর অভিষেকই হয়নি। পোর্তো থেকে লোনে চলে যান ওয়ানডেরার্সসে। এরপরে ২০২০ সালে তিনি আসেন লিভারপুলে। ১৮২ টি ম্যাচ তিনি লিভারপুলের হয়ে খেলেছেন। গোল করেছেন ৬৫টি। অর রেডসদের হয়ে ২৬টি গোলে তাঁর অ্যাসিস্ট রয়েছে।

আরও পড়ুন: ভাঙড়ে মহরমের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মালবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর

এই পাঁচ বছরে লিভারপুলের হয়ে তিনি জিতেছেন একটি প্রিমিয়ার লিগ, একটি লিগ কাপ ও একটি এফএ কাপ। পর্তুগালের জাতীয় দলের হয়ে ৪৯ টা ম্যাচ খেলে ১৪টা গোল করেছেন। পর্তুগালের ইউরো জয়ের সাক্ষী থাকতে না পারলেও দেশের হয়ে সদ্য জিতেছেন নেসন্স লিগ। গত ২২ জুন ১৫ বছরের দীর্ঘ সময়ের বান্ধবী রুতে কার্দোসোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিয়েগো জোটা।

আরও পড়ুন: ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালের রাস্তা পরিষ্কার রাখল লিভারপুল

তাঁদের তিন সন্তানও রয়েছে। জোটার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রী কার্দোসো তাঁদের বিয়ের মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, ‘এই দিনটি আমি কোনওদিনই ভুলব না।’ বিয়ের মাত্র ১১দিনেই জীবন থেকে অতীত হয়ে গেলেন পর্তুগীজ ফটবলের অন্যতম তারকা দিয়েগো জোটা। প্রয়াত হওয়া দিয়েগোর ভাই আন্দ্রেও একজন পেশাদার ফুটবলার।