বিএলওদের নিরাপত্তার দায়িত্ব নেবে স্থানীয় থানা
- আপডেট : ৩ নভেম্বর ২০২৫, সোমবার
- / 105
পুবের কলম, ওয়েবডেস্ক: আসন্ন এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিএলওদের নিরাপত্তার দায়িত্ব নেবে স্থানীয় থানা, এমনই জানানো হয়েছে আলিপুরে কমিশনের বৈঠকে। মঙ্গলবার থেকে বিএলওরা ভোটার যাচাইয়ের কাজে বাড়ি বাড়ি যাবেন, সঙ্গে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ-রা।
সোমবার ইআরও তমঘ্ন ঘোষের উপস্থিতিতে বিএলওদের বৈঠকে তিনটি মূল দাবি উঠে আসে, এক মাসের ছুটি, নিরাপত্তা সুরক্ষা, এবং বড় বুথে সহকারী বিএলও নিয়োগ। ইআরও জানান, বিষয়গুলি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হবে। প্রতিটি বিএলওকে স্থানীয় থানার নম্বর দেওয়া হবে, এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে থানা। তবে প্রশ্ন উঠেছে,পর্যাপ্ত পুলিশবল না থাকলে কীভাবে সব এলাকায় নিরাপত্তা দেওয়া সম্ভব হবে? সহকারী বিএলও নিয়োগের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

























