লিভ ইন সঙ্গীর বিয়েকে অবৈধ বলে মামলা দায়ের প্রেমিকের, আবেদনকারিকে ৫ হাজার টাকা জরিমানা আদালতের

- আপডেট : ২০ মার্চ ২০২৩, সোমবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: লিভ ইন সঙ্গী অন্য পুরুষকে বিয়ে করায় সেই সম্পর্ককে অবৈধ আখ্যা দিয়ে গুজরাত হাই কোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করলেন এক যুবক। আবেদনকারি যুবকের বিরুদ্ধে কোর্টের সময় নষ্ট করার জন্য ৫ হাজার টাকা ধার্য করল আদালত। রায়দানের দিন থেকে ৬ মাসের মধ্যে গুজরাত আদালতে সেই টাকা জমা দিতে হবে যুবককে।
আদালত তার পর্যবেক্ষণে জানায়, মেয়েটি আগে থেকেই বিবাহিত ছিলেন, তার বিবাহ-বিচ্ছেদ হয়নি। ফলে তার স্বামীর সঙ্গে থাকা অবৈধ নয়। সেই মামলা পর্যবেক্ষণ করে বিচারপতি আবেদনকারী ব্যক্তির বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করে মামলাটি খারিজ করে দেন।
প্রসঙ্গত, গুজরাত হাইকোর্টে এক যুবক জানান, তার প্রেমিকাকে তার পরিবারের তরফে জোর করে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে বাধ্য করা হয়েছে। ফলে তাকে জোর করে স্বামীর কাছে থাকতে হচ্ছে।
এই মামলাটি পর্যবেক্ষণ করে সেটি খারিজ করে দেয় বিচারপতি বিপুল পাঞ্চোলি ও বিচারপতি হেমন্ত প্রাচাকের বেঞ্চ। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, বিয়ের পর ওই তরুণী তার স্বামীর বাড়ি ছেড়ে আবেদনকারি যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন। মামলায় আবেদনে উল্লেখ করা হয়েছে, দুজনের লিভ ইন সম্পর্কের কথা। আবেদনকারি যুক্তি দিয়ে জানান, প্রেমিকাকে ‘তথাকথিত স্বামীর’ কাছে হেফাজতে থাকতে হচ্ছে। এটি অবৈধ।
বেঞ্চ উল্লেখ করে, ওই মহিলা এখনও বিবাহের সম্পর্কে আছেন, বিবাহ বিচ্ছেদ হয়নি। আর আবেদনকারি যুবকের সঙ্গে তার বিবাহ হয়নি। এই পরিপ্রেক্ষিতে আদালত মনে করে যে, স্বামীর সঙ্গে তার হেফাজতকে আবেদনকারীর অভিযোগ অনুযায়ী অবৈধ হেফাজত হিসাবে উল্লেখ করা যাবে না। সেই সঙ্গে লিভ-ইন-সম্পর্কে চুক্তির ভিত্তিতে বর্তমান পিটিশনটি দায়ের করার জন্য আবেদনকারীর এই মামলায় কোনও ভূমিকা নেই।
এই মামলায় মামলাকারির পক্ষে আইনজীবী ছিলেন এম হোসেন ও সরকারি আইনজীবী হিসেবে এই মামলা লড়েন জে কে শাহ।