৩৯ জনের মৃত্যু, ৫১ জন আইসিইউতে চিকিৎসাধীন, নিহতদের ১০ লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের

- আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
- / 261
পুবের কলম ওয়েবডেস্ক: তামিলনাড়ুর করুরে অভিনেতা থলাপতি বিজয়ের রাজনৈতিক সভায় প্রাণ হারালেন অন্তত ৩৯ জন। এই ভয়াবহ দুর্ঘটনায় গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গভীর শোক প্রকাশ করে বলেন, ‘‘আমাদের রাজ্যের ইতিহাসে কোনও রাজনৈতিক কর্মসূচিতে এত মানুষের মৃত্যু আগে কখনও ঘটেনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর যেন না ঘটে।’’
বর্তমানে ৫১ জন গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। মৃতদের পরিবারের জন্য ১০ লাখ টাকা এবং আহতদের জন্য ১ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এম কে স্ট্যালিন জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হবে। সরকার আহতদের চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়াতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।
இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை… #KarurTragedy pic.twitter.com/Z9K2TZs7NW
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 28, 2025