০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৩৯ জনের মৃত্যু, ৫১ জন আইসিইউতে চিকিৎসাধীন, নিহতদের ১০ লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
  • / 261

পুবের কলম ওয়েবডেস্ক: তামিলনাড়ুর করুরে অভিনেতা থলাপতি বিজয়ের রাজনৈতিক সভায় প্রাণ হারালেন অন্তত ৩৯ জন। এই ভয়াবহ দুর্ঘটনায় গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গভীর শোক প্রকাশ করে বলেন, ‘‘আমাদের রাজ্যের ইতিহাসে কোনও রাজনৈতিক কর্মসূচিতে এত মানুষের মৃত্যু আগে কখনও ঘটেনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর যেন না ঘটে।’’

বর্তমানে ৫১ জন গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। মৃতদের পরিবারের জন্য ১০ লাখ টাকা এবং আহতদের জন্য ১ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এম কে স্ট্যালিন জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হবে। সরকার আহতদের চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়াতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩৯ জনের মৃত্যু, ৫১ জন আইসিইউতে চিকিৎসাধীন, নিহতদের ১০ লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: তামিলনাড়ুর করুরে অভিনেতা থলাপতি বিজয়ের রাজনৈতিক সভায় প্রাণ হারালেন অন্তত ৩৯ জন। এই ভয়াবহ দুর্ঘটনায় গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গভীর শোক প্রকাশ করে বলেন, ‘‘আমাদের রাজ্যের ইতিহাসে কোনও রাজনৈতিক কর্মসূচিতে এত মানুষের মৃত্যু আগে কখনও ঘটেনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর যেন না ঘটে।’’

বর্তমানে ৫১ জন গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। মৃতদের পরিবারের জন্য ১০ লাখ টাকা এবং আহতদের জন্য ১ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এম কে স্ট্যালিন জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হবে। সরকার আহতদের চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়াতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।