১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ড্রাইভারকে ‘তুমহারা অওকাত ক্যায়া হ্যায়’ বলায় পদ থেকে সরানো হল কালেক্টরকে

সামিমা এহসানা
  • আপডেট : ৩ জানুয়ারী ২০২৪, বুধবার
  • / 9

পুবের কলম ওয়েব ডেস্ক: ট্রাক চালকরা প্রতিবাদ শুরু করেছেন বিভিন্ন রাজ্যে। সংসদে পাশ হওয়া নতুন আইন অনুযায়ী, লরির ধাক্কায় পথচারীরা প্রাণ হারালে ১০ বছরের কারাবাসের সাজা কাটতে হবে লরির ড্রাইভারদের। আগে সেটা অনেকটাই কম ছিল। এই ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। মঙ্গলবার মধ্যপ্রদেশের সাজাপুরের ডিসট্রিক্ট কালেক্টর ট্রাক ড্রাইভারদের সঙ্গে বৈঠক করছিলেন, সেই সময় ড্রাইভারদের সংগঠনের পক্ষ থেকে কালেক্টরকে বলা হয়, তাদের সঙ্গে কর্কশ স্বরে কথা না বলতে। তখন কালেক্টর কিশোর কান্যাল রেগে গিয়ে ওই ড্রাইভারকে উদ্দেশ্য করে বলেন, কি করবে তুমি? তোমার ‘অওকাত’ (যোগ্যতা) কি?

ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, এধরণের ভাষা বরদাস্ত করা হবে না। আমি নিজেও শ্রমিকের সন্তান। গরিবের প্রতি এমন আচরণ চলবে না। এরপর তাকে কালেক্টর পদ থেকে সরিয়ে অন্য পদে বসানো হয়। সাজাপুরের নতুন কালেক্টর হিসেবে বেছে নেওয়া হয়েছে রিজু বাফনাকে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ড্রাইভারকে ‘তুমহারা অওকাত ক্যায়া হ্যায়’ বলায় পদ থেকে সরানো হল কালেক্টরকে

আপডেট : ৩ জানুয়ারী ২০২৪, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ট্রাক চালকরা প্রতিবাদ শুরু করেছেন বিভিন্ন রাজ্যে। সংসদে পাশ হওয়া নতুন আইন অনুযায়ী, লরির ধাক্কায় পথচারীরা প্রাণ হারালে ১০ বছরের কারাবাসের সাজা কাটতে হবে লরির ড্রাইভারদের। আগে সেটা অনেকটাই কম ছিল। এই ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। মঙ্গলবার মধ্যপ্রদেশের সাজাপুরের ডিসট্রিক্ট কালেক্টর ট্রাক ড্রাইভারদের সঙ্গে বৈঠক করছিলেন, সেই সময় ড্রাইভারদের সংগঠনের পক্ষ থেকে কালেক্টরকে বলা হয়, তাদের সঙ্গে কর্কশ স্বরে কথা না বলতে। তখন কালেক্টর কিশোর কান্যাল রেগে গিয়ে ওই ড্রাইভারকে উদ্দেশ্য করে বলেন, কি করবে তুমি? তোমার ‘অওকাত’ (যোগ্যতা) কি?

ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, এধরণের ভাষা বরদাস্ত করা হবে না। আমি নিজেও শ্রমিকের সন্তান। গরিবের প্রতি এমন আচরণ চলবে না। এরপর তাকে কালেক্টর পদ থেকে সরিয়ে অন্য পদে বসানো হয়। সাজাপুরের নতুন কালেক্টর হিসেবে বেছে নেওয়া হয়েছে রিজু বাফনাকে।