১২ জুলাই ২০২৫, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে হত্যার কথা বলে  গ্রেফতার মধ্যপ্রদেশের  কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 11

 

 

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

 

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

পুবেরকলম ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  হত্যার কথা বলে গ্রেফতার হলেন মধ্যপ্রদেশের কংগ্রেস  নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজা পাতেরিয়া। সোমবারই রাজার বিরুদ্ধে পান্নার পওয়াইতে এফআইআর দায়ের করা হয়েছিল, এরপর মঙ্গলবার সকালে দামোহ জেলার হাট্টায় নিজের বাড়ি থেকেই রাজা পাতেরিয়াকে গ্রেফতার করেছে পান্না পুলিশ। ধৃতের বিরুদ্ধে ১১৫ ও ১১৭-সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

সংবিধান বাঁচাতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  ‘হত্যা’ করতে হবে! এমনই মন্তব্য করে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী রাজা পাতেরিয়া। পান্না জেলার পওয়াই শহরের একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন এই মন্তব্য করেন কংগ্রেস নেতা। সেই মন্তব্যের জন্য মঙ্গলবার রাজাকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে পান্না পুলিশ।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, মঙ্গলবার হাট্টা থেকে গ্রেফতার করা হয়েছে রাজা পাতেরিয়াকে। সে এখন পাওয়াইতে রয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১১৫, ১১৭, ৪৫১, ৫০৪, ৫০৫, ৫০৬ ও ১৫৩বি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এটি খুবই উদ্বেগজনক বিষয়।

সোমবারেই রাজা পাতারিয়ার এই মন্তব্য  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পাতারিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করার নির্দেশ দেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র।

পরে অবশ্য কংগ্রেস নেতা এই নিয়ে সাফাইও দিয়েছিলেন।  তিনি বলেন  মোদিকে অপসারণের কথা বলেছিলেন। হত্যা করার কথা মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। কিন্তু তাতে সন্তুষ্ট নয় বিজেপি। কংগ্রেসকে মুসোলিনির  বংশধর বলেও আক্রমণ শানান তিনি।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রীকে হত্যার কথা বলে  গ্রেফতার মধ্যপ্রদেশের  কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

 

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

পুবেরকলম ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  হত্যার কথা বলে গ্রেফতার হলেন মধ্যপ্রদেশের কংগ্রেস  নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজা পাতেরিয়া। সোমবারই রাজার বিরুদ্ধে পান্নার পওয়াইতে এফআইআর দায়ের করা হয়েছিল, এরপর মঙ্গলবার সকালে দামোহ জেলার হাট্টায় নিজের বাড়ি থেকেই রাজা পাতেরিয়াকে গ্রেফতার করেছে পান্না পুলিশ। ধৃতের বিরুদ্ধে ১১৫ ও ১১৭-সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

সংবিধান বাঁচাতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  ‘হত্যা’ করতে হবে! এমনই মন্তব্য করে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী রাজা পাতেরিয়া। পান্না জেলার পওয়াই শহরের একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন এই মন্তব্য করেন কংগ্রেস নেতা। সেই মন্তব্যের জন্য মঙ্গলবার রাজাকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে পান্না পুলিশ।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, মঙ্গলবার হাট্টা থেকে গ্রেফতার করা হয়েছে রাজা পাতেরিয়াকে। সে এখন পাওয়াইতে রয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১১৫, ১১৭, ৪৫১, ৫০৪, ৫০৫, ৫০৬ ও ১৫৩বি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এটি খুবই উদ্বেগজনক বিষয়।

সোমবারেই রাজা পাতারিয়ার এই মন্তব্য  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পাতারিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করার নির্দেশ দেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র।

পরে অবশ্য কংগ্রেস নেতা এই নিয়ে সাফাইও দিয়েছিলেন।  তিনি বলেন  মোদিকে অপসারণের কথা বলেছিলেন। হত্যা করার কথা মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। কিন্তু তাতে সন্তুষ্ট নয় বিজেপি। কংগ্রেসকে মুসোলিনির  বংশধর বলেও আক্রমণ শানান তিনি।