১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বদলে গেল মাধ্যমিকের মেধা তালিকা

চামেলি দাস
  • আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার
  • / 242

পুবের কলম ওয়েবডেস্ক: আগে ছিল ৬৬। এক ধাক্কায় সংখ্যাটা বেড়ে হল ৭৯। হ্যাঁ, স্ক্রুটিনি-রিভিউয়ের রেজাল্ট সামনে আসতেই মেধা তালিকায় উঠে এল ১৩ জন কৃতী। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, রাজ্যের একাধিক জেলা থেকে মেধা তালিকায় উঠে এল একগুচ্ছ পড়ুয়া। প্রথম স্থানে নতুন কোনও পড়ুয়াকে দেখা না গেলেও দ্বিতীয় থেকে দশম সব র‌্যাঙ্কেই উঠে এসেছে একঝাঁক পড়ুয়া।

পূর্ব মেদিনীপুর কন্টাই মডেল ইন্সটিটিউশনের পড়ুয়া সুপ্রতীক মান্না চতুর্থ থেকে দ্বিতীয় স্থানে চলে এল। তাঁর আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৯২। এখন বেড়ে হয়েছে ৬৯৪।  মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র সৃজন প্রামাণিক অষ্টম থেকে সপ্তম স্থানে চলে এল। আগের মেধা তালিকা তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮। এখন বেড়ে হয়েছে ৬৮৯।

আরও পড়ুন: ২০২৩ মাধ্যমিকে মেধা তালিকায় কারচুপি?

কংসাবতী শিশু বিদ্যালয়ের পড়ুয়া সৌপ্তিক মুখোপাধ্যায় অষ্টম থেকে সপ্তম স্থানে চলে এল।  আগে প্রাপ্ত নম্বর ৬৮৮। বেড়ে হয়েছে ৬৮৯। রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের ছাত্র দেবজিৎ লাহা একাদশ থেকে অষ্টম স্থানে উঠে এল তাঁর নাম। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৫। বেড়ে হয়েছে ৬৮৮।

আরও পড়ুন: madhyamik এক নজরে দেখে নিন জেলা ভিত্তিক পাশের হার

তমুলক হ্যামিলটন হাইস্কুলের ছাত্র অন্তরীপ মাইতি একাদশ থেকে অষ্টম স্থানে চলে এল। ৬৮৫ নম্বর পাওয়ায় প্রথমে জায়গা মেধা তালিকায়। এখন তাঁর নম্বর ৬৮৮। বালুরঘাট হাইßুñলের ছাত্র চয়ন রায় একাদশ থেকে নবম স্থানে চলে এল। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৫। এখন বেড়ে হয়েছে ৬৮৭।

আরও পড়ুন: Madhyamik Result 2025 : রাজ্যে প্রথম আদৃত সরকার, ছাত্রীদের মধ্যে শীর্ষে ঈশানী চক্রবর্তী

নব নালন্দা শান্তিনিকেতনের ছাত্র সাম্যক দাস দশম থেকে নবম স্থানে চলে এল। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৬। এখন বেড়ে হয়েছে ৬৮৭।  পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের ছাত্র রূপম দীক্ষিত দ্বাদশ থেকে নবম স্থানে চলে এল। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৪। এখন বেড়ে হয়েছে ৬৮৭।

কোচবিহারের মাথাভাঙা গার্লস হাইßুñলের পড়ুয়া অনন্যা মজুমদার একাদশ থেকে দশম স্থানে চলে এল। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৫। এখন বেড়ে হয়েছে ৬৮৬। দক্ষিণ ২৪ পরগনার সারদা বিদ্যাপীঠ হাইßুñলের পড়ুয়া প্রেরণা বৈদ্য একাদশ থেকে দশম স্থানে চলে এল। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৫। এখন বেড়ে হয়েছে ৬৮৬।

মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া প্রজ্ঞান দেবনাথ দ্বাদশ থেকে দশমে চলে এল। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৪। এখন বেড়ে হয়েছে ৬৮৬।  বাঁকুড়ার বিষ্ণুপুর হাইßুñলের পড়ুয়া সায়নদীপ ঘোষ দ্বাদশ থেকে দশমে চলে এল। আগের প্রাপ্ত নম্বর ৬৮৪ থেকে এখন বেড়ে হয়েছে ৬৮৬।  কন্টাই মডেল ইন্সটিটিউশনের পড়ুয়া সোহম করণ ত্রয়োদশ থেকে দশমে চলে এল। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৩। এখন বেড়ে হয়েছে ৬৮৬।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বদলে গেল মাধ্যমিকের মেধা তালিকা

আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: আগে ছিল ৬৬। এক ধাক্কায় সংখ্যাটা বেড়ে হল ৭৯। হ্যাঁ, স্ক্রুটিনি-রিভিউয়ের রেজাল্ট সামনে আসতেই মেধা তালিকায় উঠে এল ১৩ জন কৃতী। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, রাজ্যের একাধিক জেলা থেকে মেধা তালিকায় উঠে এল একগুচ্ছ পড়ুয়া। প্রথম স্থানে নতুন কোনও পড়ুয়াকে দেখা না গেলেও দ্বিতীয় থেকে দশম সব র‌্যাঙ্কেই উঠে এসেছে একঝাঁক পড়ুয়া।

পূর্ব মেদিনীপুর কন্টাই মডেল ইন্সটিটিউশনের পড়ুয়া সুপ্রতীক মান্না চতুর্থ থেকে দ্বিতীয় স্থানে চলে এল। তাঁর আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৯২। এখন বেড়ে হয়েছে ৬৯৪।  মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র সৃজন প্রামাণিক অষ্টম থেকে সপ্তম স্থানে চলে এল। আগের মেধা তালিকা তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮। এখন বেড়ে হয়েছে ৬৮৯।

আরও পড়ুন: ২০২৩ মাধ্যমিকে মেধা তালিকায় কারচুপি?

কংসাবতী শিশু বিদ্যালয়ের পড়ুয়া সৌপ্তিক মুখোপাধ্যায় অষ্টম থেকে সপ্তম স্থানে চলে এল।  আগে প্রাপ্ত নম্বর ৬৮৮। বেড়ে হয়েছে ৬৮৯। রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের ছাত্র দেবজিৎ লাহা একাদশ থেকে অষ্টম স্থানে উঠে এল তাঁর নাম। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৫। বেড়ে হয়েছে ৬৮৮।

আরও পড়ুন: madhyamik এক নজরে দেখে নিন জেলা ভিত্তিক পাশের হার

তমুলক হ্যামিলটন হাইস্কুলের ছাত্র অন্তরীপ মাইতি একাদশ থেকে অষ্টম স্থানে চলে এল। ৬৮৫ নম্বর পাওয়ায় প্রথমে জায়গা মেধা তালিকায়। এখন তাঁর নম্বর ৬৮৮। বালুরঘাট হাইßুñলের ছাত্র চয়ন রায় একাদশ থেকে নবম স্থানে চলে এল। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৫। এখন বেড়ে হয়েছে ৬৮৭।

আরও পড়ুন: Madhyamik Result 2025 : রাজ্যে প্রথম আদৃত সরকার, ছাত্রীদের মধ্যে শীর্ষে ঈশানী চক্রবর্তী

নব নালন্দা শান্তিনিকেতনের ছাত্র সাম্যক দাস দশম থেকে নবম স্থানে চলে এল। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৬। এখন বেড়ে হয়েছে ৬৮৭।  পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের ছাত্র রূপম দীক্ষিত দ্বাদশ থেকে নবম স্থানে চলে এল। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৪। এখন বেড়ে হয়েছে ৬৮৭।

কোচবিহারের মাথাভাঙা গার্লস হাইßুñলের পড়ুয়া অনন্যা মজুমদার একাদশ থেকে দশম স্থানে চলে এল। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৫। এখন বেড়ে হয়েছে ৬৮৬। দক্ষিণ ২৪ পরগনার সারদা বিদ্যাপীঠ হাইßুñলের পড়ুয়া প্রেরণা বৈদ্য একাদশ থেকে দশম স্থানে চলে এল। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৫। এখন বেড়ে হয়েছে ৬৮৬।

মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া প্রজ্ঞান দেবনাথ দ্বাদশ থেকে দশমে চলে এল। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৪। এখন বেড়ে হয়েছে ৬৮৬।  বাঁকুড়ার বিষ্ণুপুর হাইßুñলের পড়ুয়া সায়নদীপ ঘোষ দ্বাদশ থেকে দশমে চলে এল। আগের প্রাপ্ত নম্বর ৬৮৪ থেকে এখন বেড়ে হয়েছে ৬৮৬।  কন্টাই মডেল ইন্সটিটিউশনের পড়ুয়া সোহম করণ ত্রয়োদশ থেকে দশমে চলে এল। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৩। এখন বেড়ে হয়েছে ৬৮৬।