০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তামিলনাড়ুতে  আসন্ন দশেরা উৎসবে নিষিদ্ধ অশ্লীল নাচ-গান, রায় দিল মাদ্রাজ হাইকোর্ট

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 54

পুবের কলম ওয়েবডেস্ক:  আসন্ন দশেরা উৎসবে তামিলনাড়ুতে যেন কোন অশ্লীল নাচ এবং গানের প্রদর্শনী না হয়।মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ তামিলনাড়ু প্রশাসনকে বৃহস্পতিবার এই মর্মে নির্দেশ দিয়েছে।

বিচারপতি আর মহাদেবন এবং জে সত্য নারায়ণ প্রসাদের বেঞ্চ তাদের নির্দেশনায় জানিয়েছেন অতীতে দশেরার দিনে যে ধরণের অশ্লীল নাচ এবং গানের ছবি দেখা গিয়েছে তা চলতি বছরে কঠোর ভাবে বন্ধ করতে বন্ধ পরিকর আদালত। তাই এই মর্মে রায় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তামিলনাডুর মন্দিরে ব্যবহার করা যাবে না মোবাইল, নির্দেশ  মাদ্রাজ হাইকোর্টের

বিচারপতি মহাদেবন এবং  জে সত্যনারায়ণ প্রসাদের বেঞ্চ আরও জানিয়েছে ধর্মীয় প্রথার নাম করে যে যে অশ্লীল ভঙ্গী করা হয় এবং তার থেকে অর্থ উপার্জনের চেষ্টা চলে তা কিন্তু ধর্মীয় অনুভূতিকে উপহাসই করে।

আরও পড়ুন: ভারতীয় দণ্ড বিধি-র অধীনে কোনও মহিলাকে হয়রানি করা একটি অপরাধ: মাদ্রাজ হাইকোর্ট

দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে ভারতীয় দন্ডবিধির ১৯৮১ সালের ধারা মোতাবেক নারীদের এই ধরনের অশ্লীল বা অশালীন চিত্রায়ন, নারীদের অশালীন প্রতিনিধিত্ব,  (নিষেধ) আইন,  একটি ফৌজদারি অপরাধ।  মাদ্রাজ হাইকোর্টে দশেরায় অশ্লীল নাচ গান বন্ধ করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী থুথুকুডির বাসিন্দা রামচন্দ্র আদিত্যন।

আরও পড়ুন: আগামী ৬ নভেম্বর তামিলনাড়ুর ৪৪টি জায়গায় আরএসএসকে রুট মার্চের অনুমতি দিল মাদ্রাজ হাইকোর্ট

 

মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ থুথুকুডি কালেক্টর এবং থুথুকুডি এবং তিরুনেলভেলি জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে, আসন্ন সময়ে ‘আদল প্যাডাল’ অনুষ্ঠানের  (সাংস্কৃতিক অনুষ্ঠান) নামে কোনও অশ্লীল বা অশ্লীল নৃত্য পরিবেশনের অনুমতি না দেওয়ার জন্য। কুলাসেকারাপট্টিনমের মুথারম্মন মন্দিরে দশেরা উৎসব উদযাপন এবং বিধিনিষেধ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।   প্রতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে মুথারম্মন মন্দিরে১২  দিনের দশেরা উৎসব পালিত হয়। এই মন্দিরের ঐতিহ্য অনুসারে, সমস্ত বয়সের পুরুষ এবং মহিলা সহ ভক্তরা বিভিন্ন পোশাক পরিধান করে এবং রাস্তায় ভিক্ষা চান। তারপরে তারা সংগৃহীত অর্থ মন্দিরের দেবতা দেবী মুথারম্মানকে উপহার হিসাবে দান করেন এমনটাই জানিয়েছেন আইনজীবী আদিত্যন ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তামিলনাড়ুতে  আসন্ন দশেরা উৎসবে নিষিদ্ধ অশ্লীল নাচ-গান, রায় দিল মাদ্রাজ হাইকোর্ট

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  আসন্ন দশেরা উৎসবে তামিলনাড়ুতে যেন কোন অশ্লীল নাচ এবং গানের প্রদর্শনী না হয়।মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ তামিলনাড়ু প্রশাসনকে বৃহস্পতিবার এই মর্মে নির্দেশ দিয়েছে।

বিচারপতি আর মহাদেবন এবং জে সত্য নারায়ণ প্রসাদের বেঞ্চ তাদের নির্দেশনায় জানিয়েছেন অতীতে দশেরার দিনে যে ধরণের অশ্লীল নাচ এবং গানের ছবি দেখা গিয়েছে তা চলতি বছরে কঠোর ভাবে বন্ধ করতে বন্ধ পরিকর আদালত। তাই এই মর্মে রায় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তামিলনাডুর মন্দিরে ব্যবহার করা যাবে না মোবাইল, নির্দেশ  মাদ্রাজ হাইকোর্টের

বিচারপতি মহাদেবন এবং  জে সত্যনারায়ণ প্রসাদের বেঞ্চ আরও জানিয়েছে ধর্মীয় প্রথার নাম করে যে যে অশ্লীল ভঙ্গী করা হয় এবং তার থেকে অর্থ উপার্জনের চেষ্টা চলে তা কিন্তু ধর্মীয় অনুভূতিকে উপহাসই করে।

আরও পড়ুন: ভারতীয় দণ্ড বিধি-র অধীনে কোনও মহিলাকে হয়রানি করা একটি অপরাধ: মাদ্রাজ হাইকোর্ট

দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে ভারতীয় দন্ডবিধির ১৯৮১ সালের ধারা মোতাবেক নারীদের এই ধরনের অশ্লীল বা অশালীন চিত্রায়ন, নারীদের অশালীন প্রতিনিধিত্ব,  (নিষেধ) আইন,  একটি ফৌজদারি অপরাধ।  মাদ্রাজ হাইকোর্টে দশেরায় অশ্লীল নাচ গান বন্ধ করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী থুথুকুডির বাসিন্দা রামচন্দ্র আদিত্যন।

আরও পড়ুন: আগামী ৬ নভেম্বর তামিলনাড়ুর ৪৪টি জায়গায় আরএসএসকে রুট মার্চের অনুমতি দিল মাদ্রাজ হাইকোর্ট

 

মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ থুথুকুডি কালেক্টর এবং থুথুকুডি এবং তিরুনেলভেলি জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে, আসন্ন সময়ে ‘আদল প্যাডাল’ অনুষ্ঠানের  (সাংস্কৃতিক অনুষ্ঠান) নামে কোনও অশ্লীল বা অশ্লীল নৃত্য পরিবেশনের অনুমতি না দেওয়ার জন্য। কুলাসেকারাপট্টিনমের মুথারম্মন মন্দিরে দশেরা উৎসব উদযাপন এবং বিধিনিষেধ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।   প্রতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে মুথারম্মন মন্দিরে১২  দিনের দশেরা উৎসব পালিত হয়। এই মন্দিরের ঐতিহ্য অনুসারে, সমস্ত বয়সের পুরুষ এবং মহিলা সহ ভক্তরা বিভিন্ন পোশাক পরিধান করে এবং রাস্তায় ভিক্ষা চান। তারপরে তারা সংগৃহীত অর্থ মন্দিরের দেবতা দেবী মুথারম্মানকে উপহার হিসাবে দান করেন এমনটাই জানিয়েছেন আইনজীবী আদিত্যন ।