০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাফিয়া মুক্ত উত্তরপ্রদেশ! পেশাদার অপরাধীরাও ভয় পাচ্ছে এবার, আতিক খুনের ৩ দিন পর মন্তব্য যোগীর

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
  • / 96

পুবের কলম,ওয়েবডেস্ক: সংবাদমাধ্যমের উপস্থিতিতে পুলিশি ঘেরাটোপে খুন হয়েছেন গ্যাংস্টার রাজনীতিবিদ আতিক আহমেদ এবং তার ভাই আশরফ। এই ঘটনার পর যোগীরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। আসরে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন যোগী আদিত্যনাথ। নাম না করেই আতিক আহমেদ এবং তার ভাই আশরফের ভাইয়ের খুনকে সমর্থন করলেন তিনি। উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে প্রাক্তন সাংসদ আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরফ খুনের পর তিন দিন পরে মুখ খুললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মঙ্গলবার লখনউ এবং হরদোই জেলায় টেক্সটাইল পার্কের জন্য এক শিল্পগোষ্ঠীর সঙ্গে ‘মউ’ সই কর্মসূচিতে যোগী বলেন, উত্তরপ্রদেশে কোনও মাফিয়া আর শিল্পপতিদের হুমকি দিতে পারবে না।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও সাফাই দিতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, আগে উত্তর প্রদেশের একাধিক জেলায় অপরাধ ছিল নিত্যদিনের রুটিন। এতে মানুষের মধ্যে তৈরি হয়েছিল আতঙ্ক। কিন্তু এখন ভয় পাওয়ার কোনও দরকার নেই বলে আশ্বাস দেন। পেশাদার অপরাধীরা এখন শিল্পপতিদের হুমকি দিতে ভয় পাচ্ছে বলে দাবি করেন।

প্রসঙ্গত, স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের সামনেই আতিক আহমেদকে মাথায় গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ সামনে থাকলেও কিছুই করতে পারেনি। আতিককে মারার পরই তাঁর পাশে দাঁড়িয়ে থাকা ভাই আশরাফকেও গুলি করে মারে দুষ্কৃতীরা। রিপোর্ট অনুযায়ী, আতিককে গুলি করে খুন করার ঘটনায় অভিযুক্তদের নাম হল সানি, লাভলেশ এবং অরুণ। প্রতক্ষদর্শীদের দাবি, আতিক ও আশরাফকে গুলি করার পর সানি, লাভলেশরা ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলেছিল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাফিয়া মুক্ত উত্তরপ্রদেশ! পেশাদার অপরাধীরাও ভয় পাচ্ছে এবার, আতিক খুনের ৩ দিন পর মন্তব্য যোগীর

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: সংবাদমাধ্যমের উপস্থিতিতে পুলিশি ঘেরাটোপে খুন হয়েছেন গ্যাংস্টার রাজনীতিবিদ আতিক আহমেদ এবং তার ভাই আশরফ। এই ঘটনার পর যোগীরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। আসরে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন যোগী আদিত্যনাথ। নাম না করেই আতিক আহমেদ এবং তার ভাই আশরফের ভাইয়ের খুনকে সমর্থন করলেন তিনি। উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে প্রাক্তন সাংসদ আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরফ খুনের পর তিন দিন পরে মুখ খুললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মঙ্গলবার লখনউ এবং হরদোই জেলায় টেক্সটাইল পার্কের জন্য এক শিল্পগোষ্ঠীর সঙ্গে ‘মউ’ সই কর্মসূচিতে যোগী বলেন, উত্তরপ্রদেশে কোনও মাফিয়া আর শিল্পপতিদের হুমকি দিতে পারবে না।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও সাফাই দিতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, আগে উত্তর প্রদেশের একাধিক জেলায় অপরাধ ছিল নিত্যদিনের রুটিন। এতে মানুষের মধ্যে তৈরি হয়েছিল আতঙ্ক। কিন্তু এখন ভয় পাওয়ার কোনও দরকার নেই বলে আশ্বাস দেন। পেশাদার অপরাধীরা এখন শিল্পপতিদের হুমকি দিতে ভয় পাচ্ছে বলে দাবি করেন।

প্রসঙ্গত, স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের সামনেই আতিক আহমেদকে মাথায় গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ সামনে থাকলেও কিছুই করতে পারেনি। আতিককে মারার পরই তাঁর পাশে দাঁড়িয়ে থাকা ভাই আশরাফকেও গুলি করে মারে দুষ্কৃতীরা। রিপোর্ট অনুযায়ী, আতিককে গুলি করে খুন করার ঘটনায় অভিযুক্তদের নাম হল সানি, লাভলেশ এবং অরুণ। প্রতক্ষদর্শীদের দাবি, আতিক ও আশরাফকে গুলি করার পর সানি, লাভলেশরা ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলেছিল।