০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বড়সড় দুর্ঘটনা মহারাষ্ট্রের নাসিকে, বাসে আগুন লেগে ঝলসে মৃত্যু কমপক্ষে ১২ যাত্রীর, আহত আরও ৩০

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার
  • / 22

পুবের কলম, ওয়েবডেস্ক: বড়সড় দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের নাসিকে। একটি যাত্রীবাহী বাসের মধ্যে আগুন লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। তবে ক্রমশই বাড়ছে মৃত্যুর সংখ্যা। দুর্ঘটনায় জখম হয়েছে ৩০ জন। শনিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। একটি ভিডিওতে দেখা গেছে বাসটিতে আগুনে গোলা বাসটিকে পুরো গ্রাস করেছে। দমকল আধিকারিকের আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

পুলিশ আধিকারিক সূত্রে খবর, কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত ৩০ জন আগুনে ঝলসে গেছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসিক-ওরঙ্গাবাদ মহাসড়কে ডিজেল পরিবহনকারী একটি ট্রেলার ট্রাককে ধাক্কা দেয়। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে সংঘর্ষের পর বাসটি ৫০-৬০ ফুট খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। তখন বাসে আটকে যাত্রীরা প্রাণ ভয়ে বাঁচাতে বাস থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। এভাবে বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন৷ আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসে প্রায় ৩০ থেকে ৩২ জন ছিলেন।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

ডেপুটি পুলিশ কমিশনার (নাসিক) অমল তাম্বে জানিয়েছেন, নিহত যাত্রীদের মধ্যে অধিকাংশ স্লিপার কোচের যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দুর্ঘটনার কারণে একটি মামলা দায়ের হয়েছে। সঠিক কারণ জানতে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, ভোর ৫.১৫ মিনিট নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও অ্যাম্বুলেন্স। আগুনের গতি এতটাই তীব্র ছিল যে, যাত্রীদের বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন: কেন্দ্র-আরএসএসের চাপেই মহারাষ্ট্রে হিন্দি আগ্রাসন: সঞ্জয় রাউত

ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মৃত ও আহতদের পরিবার পিছু ২ লক্ষ ও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন।

রাজ্যের মন্ত্রী দাদা ভুসে জানিয়েছেন, মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খরচ বহন করা হবে বলে জানানো হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বড়সড় দুর্ঘটনা মহারাষ্ট্রের নাসিকে, বাসে আগুন লেগে ঝলসে মৃত্যু কমপক্ষে ১২ যাত্রীর, আহত আরও ৩০

আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বড়সড় দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের নাসিকে। একটি যাত্রীবাহী বাসের মধ্যে আগুন লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। তবে ক্রমশই বাড়ছে মৃত্যুর সংখ্যা। দুর্ঘটনায় জখম হয়েছে ৩০ জন। শনিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। একটি ভিডিওতে দেখা গেছে বাসটিতে আগুনে গোলা বাসটিকে পুরো গ্রাস করেছে। দমকল আধিকারিকের আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

পুলিশ আধিকারিক সূত্রে খবর, কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত ৩০ জন আগুনে ঝলসে গেছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসিক-ওরঙ্গাবাদ মহাসড়কে ডিজেল পরিবহনকারী একটি ট্রেলার ট্রাককে ধাক্কা দেয়। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে সংঘর্ষের পর বাসটি ৫০-৬০ ফুট খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। তখন বাসে আটকে যাত্রীরা প্রাণ ভয়ে বাঁচাতে বাস থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। এভাবে বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন৷ আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসে প্রায় ৩০ থেকে ৩২ জন ছিলেন।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

ডেপুটি পুলিশ কমিশনার (নাসিক) অমল তাম্বে জানিয়েছেন, নিহত যাত্রীদের মধ্যে অধিকাংশ স্লিপার কোচের যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দুর্ঘটনার কারণে একটি মামলা দায়ের হয়েছে। সঠিক কারণ জানতে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, ভোর ৫.১৫ মিনিট নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও অ্যাম্বুলেন্স। আগুনের গতি এতটাই তীব্র ছিল যে, যাত্রীদের বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন: কেন্দ্র-আরএসএসের চাপেই মহারাষ্ট্রে হিন্দি আগ্রাসন: সঞ্জয় রাউত

ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মৃত ও আহতদের পরিবার পিছু ২ লক্ষ ও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন।

রাজ্যের মন্ত্রী দাদা ভুসে জানিয়েছেন, মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খরচ বহন করা হবে বলে জানানো হয়েছে।