SIR এর আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ৬৪ আমলা
- আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, সোমবার
- / 87
পুবের কলম, ওয়েবডেস্ক: SIR ও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। সোমবার প্রশাসনিক সংস্কার ও কর্মিবিনিয়োগ দফতর একসঙ্গে চারটি বিজ্ঞপ্তি জারি করে মোট ৬৪ জন আইএএস ও আইপিএস আধিকারিকের বদলি ঘোষণা করেছে। বদলির তালিকায় রয়েছেন ১০ জন জেলাশাসক ও একাধিক অতিরিক্ত জেলাশাসক।
কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈনকে পাঠানো হয়েছে বীরভূমের জেলাশাসক পদে, আর দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত হয়েছেন পুরসভার নতুন কমিশনার। কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা গিয়েছেন দক্ষিণ ২৪ পরগনায়।
প্রশাসনিক সূত্রে খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হওয়ার পর থেকে বদলির ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে। তাই SIR চালু হওয়ার আগেই রাজ্য সরকার এই বড়সড় পদক্ষেপ নিল বলে মনে করা হচ্ছে।











































