পুবের কলম, ওয়েবডেস্ক: গোয়ায় নৈশক্লাবে পার্টি চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। সূত্রের খবর, তাঁদের মধ্যে কয়েকজন পর্যটক। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। সেই ঘটনায় গ্রেফতার হলেন নাইটক্লাবের ম্যানেজার। নৈশক্লাবের মালিক নিখোঁজ ছিলেন। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অবশেষে ভয়াবহ বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন নাইটক্লাবের মালিক ও চেয়ারম্যান সৌরভ লুথরা। সামাজিক মাধ্যমে লুথরা বলেন, এই মর্মান্তিক ঘটনায় কর্তৃপক্ষ ভীষণভাবে স্তব্ধ ও মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি তাদের আন্তরিক সমবেদনা। নৈশক্লাব কর্তৃপক্ষের তরফে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য ও সমর্থন করা হবে। এই দুর্ঘটনাজনিত শোক ও মানসিক আঘাতের সময় ক্লাব কর্তৃপক্ষ নিহতদের পরিবার ও আহতদের পাশে অটুটভাবে রয়েছে।
জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর গোয়ার বাগা এলাকার বার্চ বাই রোমিও লেনে জনপ্রিয় নাইট ক্লাবে। উইকেন্ড হওয়ায় এ দিন অন্যান্য দিনের থেকে বেশি ভিড় ছিল ওই নাইটক্লাবে। আচমকা সেখানে আগুন লেগে যায়। প্রাথমিক তদন্তে অনুমান, সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা। আগুন লাগার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা ক্লাবে। দাউ দাউ জ্বলতে থাকা আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন সকলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ জনের। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানায়, ওই নাইটক্লাবের মালিকের বিরুদ্ধে FIR করা হয়েছে। ইতিমধ্যেই ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। ক্লাবের মালিকের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এই ঘটনায় যে বা যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন।





























