০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শিয়রে কংগ্রেসের সভাপতি নির্বাচন, বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন মল্লিকার্জুন খাড়গে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ অক্টোবর ২০২২, শনিবার
  • / 154

পুবের কলম, ওয়েবডেস্ক : আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন। ইতিমধ্যেই সেই নির্বাচন নিয়ে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভার বিরোধী দলের নেতার পদ থেকে পদত্যাগ করেছেন।

এআইসিসি সভাপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন পরে পদত্যাগ করলেন তিনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির, ৮,৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মণিপুরে

সূত্রের খবর, ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধির কাছে। কার্যত ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি অনুযায়ী মল্লিকার্জুন খাড়গে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হল, মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলনেতার পদ থেকে সরে দাঁড়ানোর পর এবার সেই জায়গায় কে আসবেন? একাধিক নাম নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা। প্রবীণ নেতা পি চিদাম্বরম এবং দিগ্বিজয় সিং রাজ্যসভার বিরোধী দলের নেতার পদ গ্রহণের জন্য সামনের সারিতে রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচন : নির্বাচনে সর্বপ্রথম ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এবারের নির্বাচনে গান্ধি পরিবারের কোনও সদস্য অংশগ্রহণ করছেন না। তবে কংগ্রেস সভাপতি পদে নির্বাচন নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে বিতর্ক।
কংগ্রেস সভাপতি পদে প্রথমে অশোক গেহলটের অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু তাঁর অনুগামীদের ব্যাপক বিক্ষোভের জেরে সভাপতি নির্বাচনে লড়বেন না জানিয়ে সোনিয়া গান্ধির কাছে চিঠি দিয়ে ক্ষমা চেয়ে নেন তিনি।

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দেশকে বিভ্রান্ত করছে! সেনা প্রধানের মন্তব্যের পর ফের সরব কংগ্রেস

কংগ্রেস সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করছেন দক্ষিণের সাংসদ শশী থারুর। তিনিও ইতিমধ্যেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে কংগ্রেস সভাপতি হিসেবে হাইকমান্ডের প্রথম পছন্দের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেস সভাপতি নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে শশী থারুর ও দিগ্বিজয়। ময়দানে তৃতীয় প্রার্থী, ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী কে এন ত্রিপাঠি। প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে হালকা ভাবে নেওয়া হচ্ছে। তবে ইতিমধ্যেই খাগড়ে, শশী থারুর, এন কে ত্রিপাঠি তিন জনেই মনোনয়ন জমা দিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিয়রে কংগ্রেসের সভাপতি নির্বাচন, বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন মল্লিকার্জুন খাড়গে

আপডেট : ১ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক : আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন। ইতিমধ্যেই সেই নির্বাচন নিয়ে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভার বিরোধী দলের নেতার পদ থেকে পদত্যাগ করেছেন।

এআইসিসি সভাপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন পরে পদত্যাগ করলেন তিনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির, ৮,৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মণিপুরে

সূত্রের খবর, ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধির কাছে। কার্যত ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি অনুযায়ী মল্লিকার্জুন খাড়গে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হল, মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলনেতার পদ থেকে সরে দাঁড়ানোর পর এবার সেই জায়গায় কে আসবেন? একাধিক নাম নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা। প্রবীণ নেতা পি চিদাম্বরম এবং দিগ্বিজয় সিং রাজ্যসভার বিরোধী দলের নেতার পদ গ্রহণের জন্য সামনের সারিতে রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচন : নির্বাচনে সর্বপ্রথম ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এবারের নির্বাচনে গান্ধি পরিবারের কোনও সদস্য অংশগ্রহণ করছেন না। তবে কংগ্রেস সভাপতি পদে নির্বাচন নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে বিতর্ক।
কংগ্রেস সভাপতি পদে প্রথমে অশোক গেহলটের অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু তাঁর অনুগামীদের ব্যাপক বিক্ষোভের জেরে সভাপতি নির্বাচনে লড়বেন না জানিয়ে সোনিয়া গান্ধির কাছে চিঠি দিয়ে ক্ষমা চেয়ে নেন তিনি।

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দেশকে বিভ্রান্ত করছে! সেনা প্রধানের মন্তব্যের পর ফের সরব কংগ্রেস

কংগ্রেস সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করছেন দক্ষিণের সাংসদ শশী থারুর। তিনিও ইতিমধ্যেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে কংগ্রেস সভাপতি হিসেবে হাইকমান্ডের প্রথম পছন্দের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেস সভাপতি নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে শশী থারুর ও দিগ্বিজয়। ময়দানে তৃতীয় প্রার্থী, ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী কে এন ত্রিপাঠি। প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে হালকা ভাবে নেওয়া হচ্ছে। তবে ইতিমধ্যেই খাগড়ে, শশী থারুর, এন কে ত্রিপাঠি তিন জনেই মনোনয়ন জমা দিয়েছেন।