০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাত হাজার ফুট থেকে হটাৎ করে দু হাজার ফুটে নেমে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান! তারপর কি হল?

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ মার্চ ২০২২, শনিবার
  • / 150

 

পুবের কলম ওয়েবডেস্কঃ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসী থেকে কলকাতা ফেরার পথে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে। সাত হাজার ফুট থেকে হটাৎ করেই বিমান নেমে আসে ২ হাজার ফুটে। এর জেরে প্রবল ঝাঁকুনিতে কোমরে চোট পান মুখ্যমন্ত্রী, বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে আগে থেকেই ব্যাথা ছিল। এই ঘটনায় তা আরও বেড়ে যায়।

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

 

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

রাজ্য সরকারের ভাড়া করা ফ্যালকন বিমানে ইদানীং প্রয়োজনে মুখ্যমন্ত্রী যাতায়াত করেন। তবে এ দিন যে বিমানটিতে তিনি চড়েছিলেন, নির্দিষ্ট ভাবে সেই বিমানটিতে তিনি এর আগে সফর করেননি। ঘটনাচক্রে বিমানের দুই পাইলট ছিলেন বাবা ও মেয়ে। দুর্যোগ কাটার মিনিট চারেক পরে মুখ্যমন্ত্রীর বিমানটি কলকাতার মাটি ছোঁয়।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

যদিও শুক্রবার যখন মমতা ফিরছেন বিমানে বারাণসী থেকে তখন আকাশ ছিল পরিষ্কার, মেঘ, ঝড়, বৃষ্টি ছিলনা। কিন্তু আচমকাই বিমান টি একটি ঝঞ্জার মুখে পড়ে। এরপর পাইলট বিমান টিকে সাত হাজার ফুট থেকে হটাৎ করেই ২ হাজার ফুটে নামিয়ে আনেন। এরফলেই জোর ঝাঁকুনি অনভূত হয়।

কলকাতা এটিসির কাছে নিয়ম মেনে রিপোর্ট জমা দিয়েছেন পাইলট। পুরো ঘটনার তদন্ত হবে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাত হাজার ফুট থেকে হটাৎ করে দু হাজার ফুটে নেমে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান! তারপর কি হল?

আপডেট : ৫ মার্চ ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসী থেকে কলকাতা ফেরার পথে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে। সাত হাজার ফুট থেকে হটাৎ করেই বিমান নেমে আসে ২ হাজার ফুটে। এর জেরে প্রবল ঝাঁকুনিতে কোমরে চোট পান মুখ্যমন্ত্রী, বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে আগে থেকেই ব্যাথা ছিল। এই ঘটনায় তা আরও বেড়ে যায়।

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

 

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

রাজ্য সরকারের ভাড়া করা ফ্যালকন বিমানে ইদানীং প্রয়োজনে মুখ্যমন্ত্রী যাতায়াত করেন। তবে এ দিন যে বিমানটিতে তিনি চড়েছিলেন, নির্দিষ্ট ভাবে সেই বিমানটিতে তিনি এর আগে সফর করেননি। ঘটনাচক্রে বিমানের দুই পাইলট ছিলেন বাবা ও মেয়ে। দুর্যোগ কাটার মিনিট চারেক পরে মুখ্যমন্ত্রীর বিমানটি কলকাতার মাটি ছোঁয়।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

যদিও শুক্রবার যখন মমতা ফিরছেন বিমানে বারাণসী থেকে তখন আকাশ ছিল পরিষ্কার, মেঘ, ঝড়, বৃষ্টি ছিলনা। কিন্তু আচমকাই বিমান টি একটি ঝঞ্জার মুখে পড়ে। এরপর পাইলট বিমান টিকে সাত হাজার ফুট থেকে হটাৎ করেই ২ হাজার ফুটে নামিয়ে আনেন। এরফলেই জোর ঝাঁকুনি অনভূত হয়।

কলকাতা এটিসির কাছে নিয়ম মেনে রিপোর্ট জমা দিয়েছেন পাইলট। পুরো ঘটনার তদন্ত হবে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে।