‘মমতা দিদি দ্রুত সুস্থ হয়ে উঠুন’, মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় ট্যুইট মোদির

- আপডেট : ১৪ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: আজ সন্ধ্যায় হঠাৎ করেই কালীঘাটের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম থেকে তার চিকিৎসা করা হয়েছে। কপালে তিনটি ও নাকে একটি মোট ৪টি স্টিচ পড়েছে মুখ্যমন্ত্রীর। এদিকে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। মুখ্যমন্ত্রীর পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে এক্স হ্যান্ডেলে মোদি ট্যুইট করে লিখেছেন, ‘মমতাদিদি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমি মমতা দিদির দ্রুত সুস্থতা কামনা করি’।
মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন সিপিএম নেতা মুহাম্মদ সেলিম, কংগ্রেস নেতা অধীর চৌধুরী সহ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত এদিন বলেন, উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা চাই উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।