১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পহেলগাঁও কাণ্ডে সেনাকে সম্মান জানিয়ে বিজেপিকে নিশানা মমতার

চামেলি দাস
  • আপডেট : ১০ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 107

পুবের কলম ওয়েবডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দ নিহত হন। এরপর কেন্দ্রীয় সরকার অপারেশন সিঁদুর চালায়। পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী।

এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভায় মঙ্গলবার বিশেষ প্রস্তাব পেশ করা হয়েছে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুলওয়ামা হামলার প্রসঙ্গ তুলে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর খোঁচা, ”নির্বাচন আসলেই একটা পুলওয়ামা করতে হবে! এটা যেন না হয়।”

আরও পড়ুন: হাফ মিনিস্টার হাওয়াই চটির একটা দোকান খুলুন, সুকান্তকে কটাক্ষ মমতার

২০১৯ সালে ফেব্রুয়ারি মাস। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনার কনভয়ে জঙ্গি হামলা চালানো হয়। তাতে শহিদ হন ৪০ জন জওয়ান। সেই সময় কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন অনেকে। তৎকালীন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক তার মধ্যে অন্যতম। এক সাক্ষাৎকারে মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, “পুলওয়ামার সেই ঘটনার জন্য পদে পদে সরকারের ব্যর্থতা, দায়িত্বজ্ঞানহীনতা এবং অপরিপক্কতা দায়ী।”

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হাতে নামকরণ: শম্পা ধারার মেয়ের নাম রাখলেন ‘ঐশী’

মঙ্গলবার বিধানসভায় সত্যপাল মালিকের সেই বক্তব্য তুলে ধরে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন, পহেলগাঁওয়ে পর্যটকদের নিরাপত্তা ছিল না কেন?  তাঁর কথায়, “সেনাদের সম্মান জানিয়ে, জন্মভূমিকে শ্রদ্ধা জানিয়েও বলব, কেন্দ্র সরকারের আরও স্ট্রং হওয়া উচিত ছিল।”

আরও পড়ুন: খিদিরপুরে মার্কেট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ক্ষতিপূরণের ঘোষণা

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পহেলগাঁও কাণ্ডে সেনাকে সম্মান জানিয়ে বিজেপিকে নিশানা মমতার

আপডেট : ১০ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দ নিহত হন। এরপর কেন্দ্রীয় সরকার অপারেশন সিঁদুর চালায়। পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী।

এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভায় মঙ্গলবার বিশেষ প্রস্তাব পেশ করা হয়েছে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুলওয়ামা হামলার প্রসঙ্গ তুলে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর খোঁচা, ”নির্বাচন আসলেই একটা পুলওয়ামা করতে হবে! এটা যেন না হয়।”

আরও পড়ুন: হাফ মিনিস্টার হাওয়াই চটির একটা দোকান খুলুন, সুকান্তকে কটাক্ষ মমতার

২০১৯ সালে ফেব্রুয়ারি মাস। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনার কনভয়ে জঙ্গি হামলা চালানো হয়। তাতে শহিদ হন ৪০ জন জওয়ান। সেই সময় কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন অনেকে। তৎকালীন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক তার মধ্যে অন্যতম। এক সাক্ষাৎকারে মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, “পুলওয়ামার সেই ঘটনার জন্য পদে পদে সরকারের ব্যর্থতা, দায়িত্বজ্ঞানহীনতা এবং অপরিপক্কতা দায়ী।”

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হাতে নামকরণ: শম্পা ধারার মেয়ের নাম রাখলেন ‘ঐশী’

মঙ্গলবার বিধানসভায় সত্যপাল মালিকের সেই বক্তব্য তুলে ধরে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন, পহেলগাঁওয়ে পর্যটকদের নিরাপত্তা ছিল না কেন?  তাঁর কথায়, “সেনাদের সম্মান জানিয়ে, জন্মভূমিকে শ্রদ্ধা জানিয়েও বলব, কেন্দ্র সরকারের আরও স্ট্রং হওয়া উচিত ছিল।”

আরও পড়ুন: খিদিরপুরে মার্কেট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ক্ষতিপূরণের ঘোষণা