বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাত, SIR ইস্যুতে বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার
- আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 111
পুবের কলম প্রতিবেদক: বিজেপি এসআইআরের নামে বাংলার ওপর আঘাত হানার চেষ্টা করছে,এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁর জনসভা থেকে তিনি সাফ জানিয়ে দেন, তিনি থাকতে বাংলার মানুষের গায়ে হাত দিতে পারবে না কেউ। তাঁর হুঁশিয়ারি, “বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাত করব… ভারতবর্ষ হেলিয়ে দেব।”
সভায় শুরুতেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। অভিযোগ করেন, এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে। পাশাপাশি কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হেলিকপ্টার শেষ মুহূর্তে না পাওয়ায় সড়কপথে বনগাঁ আসেন মুখ্যমন্ত্রী। সভার শুরুতেই সে কথা উল্লেখ করে তিনি বলেন, ভোটের আগেই সংঘাত শুরু করেছে বিজেপি।
জনসভা থেকে বাংলাবিদ্বেষী রাজনীতি করার অভিযোগে আক্রমণ শানিয়ে মমতা বলেন, তিনি বাংলার প্রতিটি মানুষের পাশে আছেন এবং কোনো আতঙ্ক ছড়াতে দেবেন না। তাঁর দৃঢ় ঘোষণা, “আমি থাকতে বাংলার মানুষকে কেউ তাড়াতে পারবে না।”



























