০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আড়াই লক্ষ টাকা দামের আম চুরি! সোশ্যাল মিডিয়ায় ফলনের ছবি পোস্ট করতেই হাজির চোরের দল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ জুন ২০২৩, মঙ্গলবার
  • / 118

পুবের কলম, ওয়েবডেস্ক: গাছ ভর্তি আম বাগানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনলেন বাগিচার মালিক। ওড়িশার নুয়াপাডা জেলার একটি খামার থেকে প্রতি কেজি মূল্যের আড়াই লাখ টাকার আম চুরি হয়ে গেছে। এই ঘটনায় মাথায় হাত আম বাগানের মালিকের। ওই কৃষকের নাম লক্ষ্মীনারায়ণ। জানা গেছে, গাছের প্রতি শখ আছে তাঁর। পেশায় তিনি একজন কৃষক। ৩৮টি প্রজাতির আম তিনি তাঁর বাগানে ফলিয়েছেন।

আড়াই লক্ষ টাকা দামের আম চুরি! সোশ্যাল মিডিয়ায় ফলনের ছবি পোস্ট করতেই হাজির চোরের দল

আরও পড়ুন: NEPAL-এ নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া, সংসদ ভবনে ঢুকে বিক্ষোভ তরুণ-তরুণীদের

আমের ফলন দেখে খুশিতে আত্মাহার হয়ে পড়েন লক্ষ্মীনারায়ণ। এর পরে গোটা বিশ্বে তার আমের ফলন দেখানোর জন্য সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেট দুনিয়ায় ছড়িয়ে দেন।  ছবি পোস্ট করার মাত্র একদিন পরেই বাগানের মূল্যবান প্রজাতির আম গায়েব হয়ে যায়।

আরও পড়ুন: Ashoka University professor: অধ্যাপক মাহমুদাবাদের বিরুদ্ধে চার্জ গঠন করা যাবে না, Supreme Court

আড়াই লক্ষ টাকা দামের আম চুরি! সোশ্যাল মিডিয়ায় ফলনের ছবি পোস্ট করতেই হাজির চোরের দল

আরও পড়ুন: মুর্শিদাবাদে কোহিতুর, নবাবপাসন্দ, রানিপাসন্দ আমে মাতবে ১ মাসব্যাপী আম উৎসব

এই চুরির ঘটনায় কৃষিপণ্যের নিরাপত্তা ও স্থানীয় অর্থনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন চাষিরা। লক্ষ্মীনারায়ণের পাশাপাশি আশপাশের কৃষকেরাও নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আড়াই লক্ষ টাকা দামের আম চুরি! সোশ্যাল মিডিয়ায় ফলনের ছবি পোস্ট করতেই হাজির চোরের দল

আপডেট : ২০ জুন ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গাছ ভর্তি আম বাগানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনলেন বাগিচার মালিক। ওড়িশার নুয়াপাডা জেলার একটি খামার থেকে প্রতি কেজি মূল্যের আড়াই লাখ টাকার আম চুরি হয়ে গেছে। এই ঘটনায় মাথায় হাত আম বাগানের মালিকের। ওই কৃষকের নাম লক্ষ্মীনারায়ণ। জানা গেছে, গাছের প্রতি শখ আছে তাঁর। পেশায় তিনি একজন কৃষক। ৩৮টি প্রজাতির আম তিনি তাঁর বাগানে ফলিয়েছেন।

আড়াই লক্ষ টাকা দামের আম চুরি! সোশ্যাল মিডিয়ায় ফলনের ছবি পোস্ট করতেই হাজির চোরের দল

আরও পড়ুন: NEPAL-এ নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া, সংসদ ভবনে ঢুকে বিক্ষোভ তরুণ-তরুণীদের

আমের ফলন দেখে খুশিতে আত্মাহার হয়ে পড়েন লক্ষ্মীনারায়ণ। এর পরে গোটা বিশ্বে তার আমের ফলন দেখানোর জন্য সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেট দুনিয়ায় ছড়িয়ে দেন।  ছবি পোস্ট করার মাত্র একদিন পরেই বাগানের মূল্যবান প্রজাতির আম গায়েব হয়ে যায়।

আরও পড়ুন: Ashoka University professor: অধ্যাপক মাহমুদাবাদের বিরুদ্ধে চার্জ গঠন করা যাবে না, Supreme Court

আড়াই লক্ষ টাকা দামের আম চুরি! সোশ্যাল মিডিয়ায় ফলনের ছবি পোস্ট করতেই হাজির চোরের দল

আরও পড়ুন: মুর্শিদাবাদে কোহিতুর, নবাবপাসন্দ, রানিপাসন্দ আমে মাতবে ১ মাসব্যাপী আম উৎসব

এই চুরির ঘটনায় কৃষিপণ্যের নিরাপত্তা ও স্থানীয় অর্থনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন চাষিরা। লক্ষ্মীনারায়ণের পাশাপাশি আশপাশের কৃষকেরাও নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন।