১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শবেবরাতে সেজে উঠেছে মানিকতলা দরবার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 24

পুবের কলম প্রতিবেদকঃ করোনা পরিস্থিতিতে গত ২ বছর পবিত্র শবেবরাত উদযাপনে নানা বিধিনিষেধ ছিল। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় এবার আগের মতোই ইবাদতের সুযোগ পাবেন মুসল্লিরা। মানিকতলা হযরত ফতেহ আলি ওয়সী ( রহ)-মাজার শরীফে সবে বরাত উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। ওই দরবারের দায়িত্বে থাকা হাজি রহিম বক্স ওয়াকফ এস্টেট কমিটির সম্পাদক সমাজসেবী কুতুবউদ্দিন তরফদার জানান, প্রতি বছর দরবারে যথাযোগ্য মর্যাদার সঙ্গে শবেবরাত পালিত হয়। এ বছরও পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,  মেদিনীপুর সহ বিভিন্ন জেলার মুসল্লিরা আসেন ইবাদত করতে।

শবেবরাতে সেজে উঠেছে মানিকতলা দরবার

আরও পড়ুন: ১৩ ফেব্রুয়ারি শবে বরাত

পবিত্র এই দিনে আগত মেহমানদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। পানীয় জল, ওজু এবং আলোর যথার্থ ব্যবস্থা করা হয়েছে। পবিত্র এই দিনে, অনেকেই নফল নামায আদায় করেন। আবার অনেকে রোযাও রাখেন। রোযাদারদের ইফতারেরও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কমিটির সম্পাদক কুতুবউদ্দিন তরফদার।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শবেবরাতে সেজে উঠেছে মানিকতলা দরবার

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদকঃ করোনা পরিস্থিতিতে গত ২ বছর পবিত্র শবেবরাত উদযাপনে নানা বিধিনিষেধ ছিল। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় এবার আগের মতোই ইবাদতের সুযোগ পাবেন মুসল্লিরা। মানিকতলা হযরত ফতেহ আলি ওয়সী ( রহ)-মাজার শরীফে সবে বরাত উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। ওই দরবারের দায়িত্বে থাকা হাজি রহিম বক্স ওয়াকফ এস্টেট কমিটির সম্পাদক সমাজসেবী কুতুবউদ্দিন তরফদার জানান, প্রতি বছর দরবারে যথাযোগ্য মর্যাদার সঙ্গে শবেবরাত পালিত হয়। এ বছরও পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,  মেদিনীপুর সহ বিভিন্ন জেলার মুসল্লিরা আসেন ইবাদত করতে।

শবেবরাতে সেজে উঠেছে মানিকতলা দরবার

আরও পড়ুন: ১৩ ফেব্রুয়ারি শবে বরাত

পবিত্র এই দিনে আগত মেহমানদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। পানীয় জল, ওজু এবং আলোর যথার্থ ব্যবস্থা করা হয়েছে। পবিত্র এই দিনে, অনেকেই নফল নামায আদায় করেন। আবার অনেকে রোযাও রাখেন। রোযাদারদের ইফতারেরও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কমিটির সম্পাদক কুতুবউদ্দিন তরফদার।