মণিপুরে ৩৫৬-র মেয়াদ বৃদ্ধি, তবে শান্তির নামগন্ধ নেই

- আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার
- / 19
ইম্ফল : মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হল। এর আগে ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। ফের ১৩ আগস্ট থেকে আরও ৬ মাস চলবে রাষ্ট্রপতি শাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুক্তি, ওই রাজ্যে বিদ্রোহী দলগুলির বিরুদ্ধে এখন অভিযান চলছে।
এতে আরও সময় লাগবে। লোকসভায় এই মর্মে আনা বিল পাশও হয়ে গিয়েছে। মণিপুরে ২০২৩ সালে হাইকোর্ট এর নির্দেশ অমান্য করে উপজাতি সংহতি মিছিল বের করা নিয়ে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মানুষজনের মধ্যে সংঘাত বাধে। আজও তাদের মধ্যে মিটমাটের ব্যবস্থা করতে পারেনি প্রশাসন।
তাছাড়া মণিপুরের মুখ্যমন্ত্রী পদে বীরেন সিং ইস্তফা দেওয়ার পর বিজেপি তাঁর উত্তরসূরি খুঁজতে ব্যর্থ হয়। শাসক এনডিএ এরই ২১ বিধায়ক প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিকল্প সরকার গড়ার অনুরোধ করেন। মোদি সেই অনুরোধে সাড়া দেননি। কিন্তু রাষ্ট্রপতি শাসনেও রাজ্যে শান্তি ফেরাতে তেমন ব্যবস্থা নেওয়া হয় নি।
দু বছরে প্রায় ২৫০ লোকের মৃত্যু হয়েছে এবং বাস্তুচ্যুত ৬০ হাজারের বেশি মানুষ। রাজ্যের গুরুত্বপূর্ণ সড়ক ২ এবং ৩৭ নম্বর সড়ক কুকি এলাকার মধ্যে পড়ে। তাই গত দু বছর মেইতেই সম্প্রদায়ের কেউ জাতীয় সড়কে যেতে পারেননি।